Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয় ফিরলেন ১০ বছর পর

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২১ ২০:৪৩

এক সময় শাহরিয়ার নাজিম জয় ছিলেন ছোট পর্দার ব্যস্ত অভিনেতা। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। কিন্তু সে ব্যস্ততায় এক সময় গিয়ে ছেদ পড়ে। মাঝে বড় একটা বিরতি দিয়ে তিনি ফিরেছেন উপস্থাপক। উপহার দিয়েছেন ‘সেন্স অব হিউমার’ ও ‘৩০০ সেকেন্ড’-এর মতো অনুষ্ঠান। কিন্তু যার মূল পরিচয় অভিনেতা, সে কি অভিনয় থেকে দূরে থাকতে পারে?

অভিনেতা জয়কে দর্শকরা আবার পেতে যাচ্ছেন পরিচালক অরণ্য আনোয়ারের সুবাধে। তাও ১০ বছর পর। ‘বিয়ন্ড দ্য বর্ডার’ নামে একটি ওয়েব ফিল্মে তাকে দেখা যাবে। যেটির শুটিং করছেন সুনামগঞ্জে। এতে একজন ৫০ বছর বয়সী ধনীর চরিত্রে দেখা যাবে তাকে।

বিজ্ঞাপন

জয় বলেন, আমি একজন সাইকো রোগীর চরিত্র করছি। গল্পটি একেবারে দুর্দান্ত। গত কয়েক বছরে প্রায়ই আমাকে অনেকেই অভিনয়ে ডাকেন। কিন্তু গল্প ও চরিত্র দিয়ে আমাকে মুগ্ধ করতে পারেন কম। সেজন্য আমারও আর অভিনয় করা হয়ে উঠেনি। কিন্তু অরণ্য আনোয়ার ভাই যখন গল্প ও সবকিছু জানালেন তখন মনে হলো এই কাজটি আমার জন্য। সেজন্য অভিনয়ে ফিরেছি ১০ বছর পর।

সারাবাংলা/এজেডএস

বিয়ন্ড দ্য বর্ডার শাহরিয়ার নাজিম জয়

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর