Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অসুস্থ, তাই ‘কাগজের বিয়ে’ করছেন না মাহি

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২১ ১৮:৪৪

শুক্রবার (১৭ ডিসেম্বর) চয়নিকা চৌধুরী পরিচালিত ‘কাগজের বিয়ে’ ছবির মাধ্যমে শুটিংয়ে ফিরছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে রাতেই মাহি জানিয়েছেন তিনি ছবিটি ‘সম্ভবত’ করতে পারছেন না। কারণ হিসেবে বলছেন, শারীরিক অসুস্থতার কথা।

নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে মাহি ‘কাগজের বিয়ে’ -তে কাজ না করার কথা জানান। তিনি লেখেন, ‘শারীরিক অসুস্থতার কারণে কাগজের বৌ হয়তো আমার করা হচ্ছে না। কিন্তু আমার পক্ষ থেকে কাগজের বৌ এর জন্য অনেক অনেক দোয়া। সবাই আমার সুস্থতার জন্য দোয়া করবেন।’

বিজ্ঞাপন

স্ট্যাটাসে মাহি ছবির নাম ‘কাগজের বৌ’ লিখলেও ছবির নাম ‘কাগজের বিয়ে’। ছবিটিতে মাহির বিপরীতে অভিনয়ের কথা ছিল ইমনের।

অনেকে ধারণা করছেন এর পিছনে অন্য কোনো ঘটনা রয়েছে। তবে এ নিয়ে মাহির কোনো বক্তব্য জানা যায়নি।

সারাবাংলা/এজেডএস

অসুস্থতা কাগজের বিয়ে মাহিয়া মাহি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর