Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক স্বামীর নির্যাতনের শিকার হয়েছিলেন শবনম ফারিয়া!

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২১ ১৮:০২

শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতন ও অভিশ্বাসের বলি হয়ে মারা গিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ইলমা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়ে এক স্ট্যাটাস দিয়েছেন সংগীতশিল্পী লোপা হোসাইন। তার সে স্ট্যাটাস শেয়ার করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। সেখানে তিনিও সাবেক স্বামী দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করেছেন।

তিনি জানান, অনম বিশ্বাস পরিচালিত এবং জয়া আহসান প্রযোজিত ‘দেবী’ ছবির প্রচারণার সময় তাকে ভাঙ্গা হাত নিয়ে প্রচারণা চালাতে হয়েছিল। এর কারণে সবাইকে বলেছিলেন সিঁড়িতে পড়ে হাত ভেঙ্গেছেন।

বিজ্ঞাপন

তার সাবেক স্বামীর প্রতি ইঙ্গিত করে ফারিয়া লেখেন, ‘আমার সাহস ছিল না সবাইকে বলার যে কিভাবে ব্যাথা পেয়েছি ! কারণ আমি জানতাম এই মানুষটার সাথেই থাকতে হবে, নাইলে মানুষ কি বলবে ! আমার মা সমাজে মুখ দেখাবে কিভাবে ! আমার দুই বোন যে স্বপ্ন নিয়ে এতো আয়োজনের প্ল্যান করছে তাদের কি জবাব দিবো! কাবিনের ৩ মাস না যেতেই এতো কিছু! নিশ্চই সমস্যা আমারই! আমি এইটা ভেবে দিনের পর দিন জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে , রাতের পর রাত নির্ঘুম কাটিয়েছি!’

তিনি জানান, জীবনের ওই খারাপ সময়ে তার মা ছাড়া আর কাউকে পাননি। ফারিয়া লেখেন, ‘আমি খুব সৌভাগ্যবান যে আমার মা আমার সবচেয়ে বড় সাপোর্ট হয়ে দাঁড়িয়েছে ! সাহস দিয়েছে ! বুঝিয়েছে মানুষ কি বলে তার চেয়ে নিজের ভাল থাকা আরোও অনেক জরুরী! জোর করে বিয়ে টিকিয়ে রাখার চেয়ে বেঁচে থাকা আরও জরুরী !!!’

সারাবাংলা/এজেডএস

ইলমা শবনম ফারিয়া স্বামীর নির্যাতন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর