ওমরাহ শেষে শুটিংয়ে ফিরছেন মাহি
১৫ ডিসেম্বর ২০২১ ১৮:৪৩ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২১ ১৮:১৪
গত মাসের শেষ সপ্তাহে স্বামী রাকিব সরকারকে নিয়ে পবিত্র মক্কা নগরীতে ওমরাহ পালনে গিয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ওমরা থেকে সম্প্রতি তিনি দেশে ফিরেছেন। সেখান ফিরেছেন দুদিন হলো। ওমরাহ পালনকালীন গুঞ্জন উঠেছিলো তিনি ছবি ছেড়ে দিচ্ছেন। তবে সব গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করে মাহি জানালেন তিনি ফিরছেন শুটিংয়ে।
মাহি জানান, আগামী ১৭ ডিসেম্বর থেকে চয়নিকা চৌধুরীর ওয়েব ফিল্ম ‘কাগজের বিয়ে’-এর শুটিংয়ে অংশ নিবেন। শুটিং হবে ধামরাইয়ে।
তিনি বলেন, দিদির সঙ্গে অনেক আগেই ছবিটির জন্য চুক্তিবদ্ধ ছিলাম। তাই ওমরাহ থেকে ফিরে শুটিং শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।
‘কাগজের বিয়ে’ ছবিতে মাহির বিপরীতে আছেন ইমন।
ওমরাহর জন্য মক্কায় থাকাকালীন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে মাহি ও ইমনের একটি কল রেকর্ড ফাঁস হয়। প্রায় দুবছর আগের সে কল রেকর্ডের জেরে মন্ত্রীত্ব হারান মুরাদ। মাহি মক্কা থেকে এক ভিডিও বার্তায় তখন বলেছিলেন, তিনি পরিস্থিতির শিকার হয়েছিলেন।
সারাবাংলা/এজেডএস