Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নুসরাত ফারিয়া এখন থেকে আইনজীবী

আহমেদ জামান শিমুল
১৪ ডিসেম্বর ২০২১ ১৮:৩৮

জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া অভিনয়ের পাশাপাশি আইন নিয়ে পড়াশোনা করছিলেন। অবশেষে তিনি তার সে পড়া শেষ করেছেন। আর এখন থেকে তিনি অভিনয়শিল্পীর পাশাপাশি একজন আইনজীবীও হিসেবে পরিচিত হবেন।

ফারিয়া ২০১৮ এর সেশনে ইউনিভার্সিটি অব লন্ডনে ‘ব্যাচেলর অব ল’-এ ভর্তি হয়েছিলেন। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) তার চার বছরের যাত্রার চূড়ান্ত ফল হাতে পেয়েছেন। তিনি জানান, দ্বিতীয় বিভাগে পাশ করেছেন।

নুসরাত ফারিয়া বলেন, আমার এ যাত্রায় অবশ্যই আমি আমার পরিবার ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তারা না থাকলে আমার এ যাত্রা সহজ হতো না।

এখন থেকে তাহলে আপনাকে ব্যারিস্টার ফারিয়া বলতে পারবো? ‘না, আরও এক বছর পরে পারবেন। বার কাউন্সিলের পরীক্ষাটা হোক তারপর’- বলেন ফারিয়া।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বাংলাদেশ ও ভারত সরকারের অর্থয়ানে নির্মিত হচ্ছে ‘বঙ্গবন্ধু’। সে ছবিতে নুসরাত ফারিয়া ১৮ থেকে ১৯ বছর বয়সী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া ফারিয়া অভিনীত ‘অপারেশন সুন্দরবন’সহ বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।

সারাবাংলা/এজেডএস

আইনজীবী ইউনিভার্সিটি অব লন্ডন এলএলবি নুসরাত ফারিয়া

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর