Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিয়ামের ‘মৃধা বনাম মৃধা’ সেন্সর পেলো

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২১ ১৮:১৭

কিছু দিন আগে সেন্সর বোর্ডে জমা পড়েছিলো রনি ভৌমিকের ছবি ‘মৃধা বনাম মৃধা’। সোমবার (১৩ ডিসেম্বর) ছবিটিকে আনকাট ছাড়পত্র দিয়েছে বোর্ড। এমনটাই জানিয়েছেন পরিচালক।

‘মৃধা বনাম মৃধা’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও নোভা। আরও আছেন তারিক আনাম খান, নিমা রহমান, সানজিদা প্রীতি, তৌফিকুল ইসলাম ইমন।

সেন্সর ছাড়পত্র তো হলো, মুক্তি কবে? রনি ভৌমিক বলেন, মাত্র তো সার্টিফিকেট হাতে পেলাম। এখনও তারিখ ঠিক করতে পারিনি। তবে চাইছি যত দ্রুত সম্ভব ছবিটি মুক্তি দিতে।

ছবির কাহিনি নিয়ে রনি বলেন, সিনেমাটি আমাদের পরিবার, সমাজ ও দেশের গল্প নিয়ে তৈরি। এখানে প্রতিটি চরিত্র সূক্ষ্মভাবে আলাদা আলাদা ফুটে উঠেছে।

‘মৃধা বনাম মৃধা’র সংলাপ ও চিত্রনাট্য করেছেন রায়হান খান। গেল ফেব্রুয়ারিতে শুরু হয় এর শুটিং, শেষ হয় আগস্টে। পরিচালক জানান, সিনেমার অডিও ও গ্রাফিক্সের কাজ করা হয়েছে ঢাকায়। সাউন্ড ও ফলির কাজ হয়েছে চেন্নাইয়ে। কালার কারেকশনের কাজ করা হয়েছে কলকাতায়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ছবির আবহসংগীত করে পাঠিয়েছেন ইমন সাহা, সাউন্ড মিক্সিং করেছেন যুক্তরাষ্ট্রের জেরিমি হাওয়ার্ড।

সারাবাংলা/এজেডএস

নোভা মৃধা বনাম মৃধা সিয়াম আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর