Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমি কোনো জাতীয় পুরস্কার পাইনি: রফিকুল আলম

আশীষ সেনগুপ্ত
৯ ডিসেম্বর ২০২১ ২১:২৬ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২১ ২২:১০

রফিকুল আলম- সত্তরের দশক থেকে এই শিল্পী সমৃদ্ধ করে চলেছেন বাংলা গানের জগতকে। সংগীতে যাদের একনিষ্ঠতার ছাপ পাওয়া যায়, তাদের মধ্যে রফিকুল আলম অন্যতম।

বেড়ে ওঠা রাজশাহীতে। ১৯৬৭ সালে রাজশাহী বেতার কেন্দ্রে প্রথম গান করেন তিনি। পরবর্তীতে গানকে জীবনের অন্যতম সঙ্গী করে চলে আসেন রাজধানী ঢাকায়। আধুনিক গানের পাশাপাশি চলচ্চিত্রের জন্যেও করেছেন প্লেব্যাক।

রফিকুল আলম কলেজে পড়াকালীন সময়েই একজন শব্দসৈনিক হিসেবে যুক্ত হয়ে পড়েন ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে। মুক্তিসেনারা যেমন অস্ত্র দিয়ে দুর্নিবার গতিতে পাক সেনাদের পরাভূত করেন, ঠিক তেমনি রফিকুল আলম যুদ্ধ করেছেন কণ্ঠ দিয়ে। কণ্ঠকে হাতিয়ার বানিয়ে সেদিন মুক্তিকামী মানুষদের উজ্জীবিত করেছিলেন গানে গানে।

সারাবাংলার আজকের কথোপকথনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই কণ্ঠযোদ্ধা জানালেন যুদ্ধদিনের তার নানা স্মৃতিকথা…

https://youtu.be/OJxu2tzNpr4

দিনের পর দিন সেবা করেছেন যুদ্ধাহত মুক্তিসেনাদের…

আরও দেখুন-

সারাবাংলা/এএসজি

কণ্ঠযোদ্ধা কথোপকথন কথোপকথনে ৭১'র দিনগুলি রফিকুল আলম রাজশাহী বেতার কেন্দ্র শব্দসৈনিক সারাবাংলা কথোপকথন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্বাধীনতা যুদ্ধ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর