Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবাকে হারালেন অভিনেত্রী নওশাবা

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২১ ১৬:১১

বেশ কয়েকদিন যাবত অসুস্থ ছিলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের বাবা। তিনি সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। ডাক্তারদের সকল প্রচেষ্টাকে ব্যর্থ মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল কাজী সেলিম উদ্দিন না ফেরা দেশে চলে গেছেন।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ছয়টার দিকে তিনি মারা যান বলে জানিয়েছেন নওশাবা।

নওশাবা গণমাধ্যমকে বলেন, ‘আব্বু হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। যেহেতু তিনি আর্মি পারসন; তাই তার চিকিৎসা সিএমএইচেই হয়েছে। সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী সেখানেই তার দাফন সম্পন্ন হবে। আমরা অপেক্ষা করছি, আমার দুই ভাইয়ের জন্য। তারা দেশের বাইরে থাকে। ওরা ফিরলেই বাবাকে সমাহিত করা হবে।’

আগামী ১২ ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন নওশাবা।

সারাবাংলা/এজেডএস

কাজী নওশাবা আহমেদ লেফটেন্যান্ট কর্নেল কাজী সেলিম উদ্দিন

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর