বুদ্ধিজীবি দিবস উপলক্ষে ‘সূর্যসন্তান ডা. মো. মোর্তজা’
৯ ডিসেম্বর ২০২১ ১৬:০২ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২১ ১৬:২৯
১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর বাংলার যেসব সূর্যসন্তানদের তুলে নিয়ে যাওয়া হয় হত্যার উদ্দেশ্যে তাদের মধ্যে একজন শহীদ ডা: মোহাম্মদ মোর্তজা। তাকে উপজীব্য করেই দীপ্ত টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী নির্মাণ করেছেন ডকুড্রামা ‘সূর্যসন্তান ডা: মোঃ মোর্তজা’।
ডকুড্রামাটি দীপ্ত টিভিতে প্রচারিত হবে ১৩ই ডিসেম্বর সোমবার রাত ১২টায় এবং ১৪ই ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২টা ১০মিনিটে।
মোটরসাইকেল ডাক্তার নামে পরিচিত এই মানুষটি একাধারে ছিলেন চিকিৎসক, লেখক ও চিন্তাবিদ। মানুষের চিন্তা ও চেতনাকে উজ্জীবিত করতে তিনি বেশ কিছু গ্রন্থও রচনা করেন। যার মধ্যে উল্লেখযোগ্য ‘জনসংখ্যা ও সম্পদ’ গ্রন্থের জন্য ১৯৬৪ সালে ন্যাশনাল ব্যাংক সাহিত্য পুরস্কার লাভ করেন। ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর তারই শিশু কন্যার ছোট্ট শখের শাড়িটি দিয়েই তার চোখ বেঁধে নিয়ে যায় আলবদর বাহিনী। এরপর ১৯৭২ সালের ৩ জানুয়ারি মিরপুরের বধ্যভূমিতে তাঁর মৃতদেহ পাওয়া যায়।
সারাবাংলা/এজেডএস