Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশুদ্ধ প্রেমের গল্পে মিম

আহমেদ জামান শিমুল
২৩ নভেম্বর ২০২১ ১৫:৫৫

বিদ্যা সিনহা মিম নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। রায়হান জুয়েল পরিচালিত ছবির নাম ‘পথে হলো দেখা’। রোমান্টিক গল্পের ছবি হতে যাচ্ছে এটি। শনিবার (২০ নভেম্বর) রাতে মিম ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেলে সারাবাংলার সঙ্গে মোবাইল ফোনে ছবিটি নিয়ে কথা বলেন মিম। তিনি বলেন, ‘ছবির গল্পটি অনেক ভালো। আমার পছন্দ হয়েছে, তাই কাজটি করছি। আমরা আমাদের আশপাশে যে ধরণের মেয়েদের দেখি এখানে ওরকম কোনো মেয়ে হিসেবে দেখবেন না আমাকে। খুব জেদী একটা মেয়ে হিসেবে দেখা যাবে। পরিবারের সঙ্গে যার বন্ধন বেশ ভালো। আধুনিক লুকে দেখা যাবে আমাকে। সবসময় প্যান্ট, শার্ট পরে ঘুরে বেড়াই। বিভিন্ন পার্টি করে বেড়াই।’

বিজ্ঞাপন

‘পথে হলো দেখা’ ছবিতে মিমের চরিত্রের নাম প্রার্থনা। মিমের এমন নাম প্রসঙ্গে পরিচালক রায়হান জুয়েল সারাবাংলাকে বলেন, ‘গল্পে মিমের বাবা-মার অনেক দিন কোনো সন্তান হয় না, তাই ও যখন হয় তখন নাম রাখে প্রার্থনা।’

ছবির গল্প নিয়ে বলেন, ‘এ সময়ের তরুণ তরুণীর প্রেমের গল্প। যে প্রেমে ঝগড়া, মনোমালিন্য, জেদ, আবেগ, পাগলামি, সব কিছু আছে। বর্তমান সময়ে দেখা যায় ধনী ঘরের ছেলে মেয়েদের অনেক নিয়মের বেড়াজালে বড় করা হয়। সবসময় চোখে চোখে রাখে পরিবার। যে কিনা স্বাধীনতা চায়। এরকম একটা সময় গিয়ে ও মেয়ের সঙ্গে একটা ছেলের প্রেম হয়।’

মিমের বিপরীতে অভিনয়শিল্পী এখনও ঠিক হয়নি বলে জানালেন পরিচালক রায়হান জুয়েল।

‘পথে হলো দেখা’ ছবির কাহিনি ও চিত্রনাট্য করেছেন জাকারিয়া সৌখিন। আগামী বছরের মার্চে ছবিটির শুটিং শুরু হবে। প্রযোজনা করছে মাস্টার কমিউনিকেশন।

সারাবাংলা/এজেডএস

পথে হলো দেখা মিম রায়হান জুয়েল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর