Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রামাণ্যচিত্রে হাসান আজিজুল হক

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২১ ১৭:৩০

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের জীবন, কর্ম এবং শিক্ষক জীবন নিয়ে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘গল্পের জাদুকর’। এই প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন লেখক ও প্রামাণ্যচিত্র নির্মাতা শ্যামল নাথ।

এতে হাসান আজিজুল হক স্বয়ং তার জীবনের নানান অভিজ্ঞতার কথা বলেছেন। এছাড়াও তার সাহিত্য নিয়ে মূল্যায়ন করেছেন অধ্যাপক আনিসুজ্জামান, প্রাবন্ধিক সিরাজুল ইসলাম চৌধুরী, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং কথাসাহিত্যিক আনিসুল হক ছাড়াও আরো অনেকে।

বিজ্ঞাপন

এই প্রামাণ্যচিত্রটি ভারতের বর্ধমান, রাজশাহী, খুলনা ও ঢাকার নানান লোকেশনে চিত্রিত হয়েছে। ‘গল্পের জাদুকর’ প্রামাণ্যচিত্র্যটি প্রায় ৩০ মিনিট দীর্ঘ এবং এটি এনটিটি কমিউনিকেশন্সের ব্যানারে নির্মিত হয়েছে।

এই প্রামাণ্যচিত্রটি সম্পর্কে নির্মাতা শ্যামল নাথ বলেন, আমার লেখালেখি জীবনের শুরু থেকেই হাসান আজিজুল হকের গল্প আমাকে প্রাণিত করেছে। এই প্রভাবই আমাকে তাড়িত করেছে তার উপর প্রামাণ্যচিত্র নির্মাণে। ফলে প্রামাণ্যচিত্রটি দেশ এবং দেশের বাইরে প্রদর্শনের চিন্তাভাবনাও রয়েছে।

সারাবাংলা/এজেডএস

প্রামাণ্যচিত্র হাসান আজিজুল হক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর