Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমাজকে সচেতন করতে ‘অনাকাঙ্খিত’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২১ ১৫:৪০

রেলপথে যাতায়াতের ক্ষেত্রে একটি আতঙ্কের নাম ‘পাথর নিক্ষেপ’। বখাটে ছেলেদের ছুড়ে দেয়া এসব পাথরে ভাঙছে ট্রেনের জানালার গ্লাস, আহত হচ্ছেন অনেক যাত্রী। কেউবা হারাচ্ছেন চোখ, কেউ আবার ঢুলে পড়ছেন মৃত্যুর কোলে। আর দিন দিন এই প্রবণতা যেন বেড়েই চলেছে। পাথর নিক্ষেপ বন্ধে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনে নির্মিত হয়েছে একটি নাটক। নাটকের নাম ‘অনাকাঙ্খিত’।

বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেনের মূল ভাবনায় এটি রচনা করেছেন ফজলুল করিম। প্রযোজনা করেছেন সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী। নাটকটিতে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, সাবেরী আলাম, লুৎফর রহমান জর্জ, লারা লোটাস, সাজ্জাদ রেজা, সেলিম কামাল, রাজু আহসানসহ অনেকে। নাটকটি প্রচারিত হবে শনিবার রাত ৯টায়।

বিজ্ঞাপন

নাটক প্রসঙ্গে প্রযোজক বলেন, ‘অনেক সময় বখাটে ছেলেরা রেল লাইনের পাশ থেকে পাথর ছুড়ে মারে আর সে পাথরের আঘাতে যাত্রীরা আহত হয়। নাটকের নায়িকা সুরভীর জীবনেও তাই হয়েছিল। এই অনাকাঙ্কিত ঘটনা আর যাতে না ঘটে সে ব্যাপারে সামাজিক সচেতনতাই নাটকের মূল বিষয়বস্তু।’

গল্প প্রসঙ্গে তিনি জানান, পরাগ ভালো চাকরী করে। সে সুরভীকে ভালোবাসে। সুরভীর পড়াশোনা শেষ না হলে তার পরিবার বিয়ে দেবে না তাই পরাগ-সুরভী তাদের পরিবারের কাউকে তাদের ভালোবাসার কথা বলেনি। পড়াশোনা শেষে সুরভী আর পরাগ সিদ্ধান্ত নেয় তাদের ভালোবাসার কথা জানাবে। পরিবারকে জানালে সুরভীর দাদা পরাগের খোঁজ-খবর নিতে তার বাড়িতে যায়। তারপর দুই পরিবার সুরভী আর পরাগের বিয়ের দিন-তারিখ ঠিক করে। বিয়ের আগে সুরভী আর পরাগকে নিয়ে সুরভীর মা সুরভীর নানীকে দেখতে যায়। ফেরার পথে ট্রেনে জানালার পাশে বসে থাকার সময় বখাটে ছেলেদের ছুড়ে দেয়া পাথরে সুরভীর একটি চোখ নষ্ট হয়ে যায়। সুরভীর চোখ নষ্ট হওয়ার খবর শুনে পরাগের বাবা এ বিয়ে ভেঙে দেয়ার সিদ্ধান্ত নেয়। এভাবে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে নাটকের গল্পটি এগুতে থাকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

আনাকাঙ্খিত পাথর নিক্ষেপ

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর