Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজের মাকে নিয়ে গাইলেন আনন্দ খালেদ

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২১ ১৬:৩২

অভিনেতা হিসেবে দারুন জনপ্রিয় আনন্দ খালেদ এর আগে মৌলিক গান প্রকাশ করে সবাইকে চমকে দিয়েছিলেন। এবার তিনি হাজির হয়েছেন আরো একটি নতুন গান নিয়ে। গানের শিরোনাম ‘মাগো’।

সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন থেকে মুক্তিপ্রাপ্ত গানটির কথা ও সুর আনন্দ খালেদের। সংগীতায়োজন করেছেন আভ্রাল সাইর। আর মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সোহেল রাজ। গানটিতে আনন্দ খালেদের সঙ্গে অভিনয় করেছেন আনন্দ খালেদের মা খালেদা আখতার।

বিজ্ঞাপন

নতুন গান প্রসঙ্গে আনন্দ খালেদ বলেন, ‘শর্তহীন ভালবাসা- যে ভালবাসা প্রতিদান চায় না এমন ভালোবাসা কেবল মায়ের কাছ থেকেই পাওয়া যায়। এই বোধ থেকেই গানটা করা। আমি খুব ভাগ্যবান যে এই গানের ভিডিওতে মাকে পাশে পেয়েছি। আমার বিশ্বাস এই গানটি শেষ পর্যন্ত ব্যক্তিগত থাকবে না। গানটি শেষ পর্যন্ত পৃথিবীর সব মায়ের শর্তহীন ভালোবাসার গান হয়ে ওঠবে।’

অভিনয়ের পাশাপাশি শখের বশেই গান করেন আনন্দ খালেদ। আশে পাশের মানুষদের অণুপ্রেরণায় মাঝে মাঝেই গান প্রকাশের ইচ্ছে রয়েছে তার।

সারাবাংলা/এজেডএস

আনন্দ খালেদ মাগো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর