Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাইফ চন্দনের পরিচালনায় বুবলি

আহমেদ জামান শিমুল
৬ নভেম্বর ২০২১ ১৭:২৬

শবনম বুবলি ‘কয়লা’ নামের নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। সাইফ চন্দন পরিচালিত ছবিটির শুটিং শুরু হবে আগামী সপ্তাহে।

অ্যাকশন থ্রিলার গল্পের ছবিটিতে বুবলি চুক্তিবদ্ধ হয়েছেন বুধবার (৩ নভেম্বর)। ছবিতে বুবলি ছাড়া আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে। যে গুলোর অভিনয়শিল্পীর নাম খুব শিগগিরই ঘোষণা করা হবে বলে জানান পরিচালক।

চন্দন বলেন, বুবলির চরিত্রটি একটি প্রতিবাদী নারীর চরিত্র। এমন চরিত্রে আমার কাছে মনে হয়েছে বুবলিই ঠিকঠাক, তাই তাকে নিয়ে কাজটি করছি।

ছবির নাম ‘কয়লা’ রাখা প্রসঙ্গে চন্দন বলেন, এর গল্পের একটা অংশ জুড়ে কয়লা খনির কিছু ব্যাপার আছে। আবার অন্য অর্থেও কয়লা নামটি ব্যবহার করা হয়েছে। মানুষের মনের ভিতরকার কষ্ট কিন্তু কয়লার আগুনের মত ধুকে ধুকে জ্বলে। সহজে নিভে না।

আগামী সপ্তাহ থেকে শুটিং, আবার বুবলি ছাড়া অন্য চরিত্রের শিল্পীও ঠিক করা হয়নি। ছবিটিকে নারী প্রধান গল্পের ধরা যায়?

‘নারীপ্রধান না। তবে সাবজেক্টিভ গল্প। সীমান্তের কাছাকাছি একটি গ্রামের মানুষের গল্প। যেখানে নেই অনেক আধুনিক সুযোগ সুবিধা’,—বলেন সাইফ চন্দন।

ছবির কাহিনি ও সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। টানা শুটিং হবে যশোর সীমান্তে। প্রযোজনা করছে সিমপ্ল্যাক্স মাল্টিমিডিয়া।

এদিকে সাইফ চন্দনের পরিচালনায় ‘ওস্তাদ’ ও ‘পোস্টার’ নামে দুটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।

অন্যদিকে বুবলি সম্প্রতি সৈকত নাসিরের পরিচালনায় ‘তালাশ’ শেষ করেছেন।

সারাবাংলা/এজেডএস

কয়লা বুবলি সাইফ চন্দন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর