Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলী যাকেরের জন্মদিনে ‘রাঙা সকাল’-এ সারা যাকের

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২১ ১৫:৪৩

গত বছরের ২৭ নভেম্বর সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্যজন আলী যাকের সবাইকে কাঁদিয়ে চলে যান ওপারে। বেঁচে থাকলে শনিবার (৬ নভেম্বর) তার ৭৭তম জন্মদিন পালন হতো। তবে কিংবদন্তীর যেমন মরণ নেই, যাকের পরিবারও চায় আলী যাকের জীবন্ত থাকুক নানামুখী কাজে। এজন্য তারা বেশ কিছু উদ্যোগও নিয়েছেন। আর এ বিষয় নিয়ে কথা বলতে শনিবার মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘রাঙা সকাল’-এ আমন্ত্রিত অতিথি হয়ে আসছেন আলী যাকেরের সহধর্মিনী, একুশে পদক বিজয়ী নাট্যব্যক্তিত্ব সারা যাকের।

বিজ্ঞাপন

সকাল ৭টা থেকে ৯টা ‘রাঙা সকাল’-এর বিশেষ এই পর্বে সারা যাকের জানাবেন, শুধু স্মরণে বা কথায় নয়, নানান কর্মকান্ডেও আলী যাকেরের বর্ণাঢ্য কর্মময় জীবনের স্মৃতি সংরক্ষণ করা হবে। পাশাপাশি বিশেষ এই দিনে একটি বিশেষ ঘোষনাও আসবে পরিবার থেকে।

রুম্মান রশীদ খান ও লাবণ্য’র সাথে আলাপচারিতার ফাঁকে সারা যাকের জানাবেন, সাধারণ আলী যাকের তার মনের বিশালতার কারণে কতটা অসাধারণ হয়ে উঠেছিলেন, তার প্রস্থানের পর দুই সন্তান ইরেশ যাকের ও শ্রিয়া সর্বজয়া কিভাবে নিজেদের সামলে নিয়েছেন। আগামীকাল ইরেশ যাকেরেরও জন্মদিন। ছেলের জন্য মায়ের বিশেষ বার্তাও থাকবে এই আয়োজনে।

‘রাঙা সকাল’ প্রযোজনা করছেন জোবায়ের ইকবাল।

সারাবাংলা/এজেডএস

আলী যাকের রাঙা সকাল সারা যাকের

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর