Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্কারে এবার বাংলাদেশ থেকে দুটি ছবি

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২১ ১৯:৫৯

প্রতি বছর বাংলাদেশ থেকে একটি মাত্র ছবি অস্কারে লড়াইয়ের জন্য পাঠানো হয়। তবে এবার লড়বে দুটি ছবি—রেহানা মরিয়ম নূর, গোর।

২০০৩ সাল থেকে ‘মাটির ময়না’ ছবির মাধ্যমে বাংলাদেশ অস্কারের ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে ছবি পাঠায়। সে ধারাবাহিকতায় এবার বাংলাদেশ অস্কার কমিটি পাঠাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’। অন্যদিকে ‘গোর’ লড়বে সাধারণ বিভাগে।

বিষয়টি ব্যাখা করেছেন ‘গোর’-এর পরিচালক গাজী রাকায়েত। তিনি গণমাধ্যমে বলেন, দুটি অস্কারে লড়ছে আলাদা আলাদা বিভাগে। আমাদের ছবি ‘গোর’ অস্কারের সেরা ছবি, অভিনেতাসহ সকল বিভাগে পুরস্কারের জন্য লড়তে পারবে। অন্য দিকে ‘রেহানা মরিয়ম নূর’ শুধু একটি বিভাগে লড়বে।

গোর’ অস্কারে যাওয়া প্রসঙ্গে গাজী রাকায়েত আরও বলেন, ‘সাধারণ বিভাগে ছবি জমা দিতে হলিউডের নির্দিষ্ট কিছু প্রেক্ষাগৃহে ছবি মুক্তি দিতে হয়। আমরা কিন্তু সেই পরিকল্পনা থেকেই আমেরিকার হলে মুক্তি দিয়েছিলাম। ছবিটির ২১টি প্রদর্শনী হয়েছিল। এ কারণে এটা আমেরিকার অন্য ছবির মতোই সাধারণ বিভাগে যাচ্ছে।’

সারাবাংলা/এজেডএস

৯৪তম অস্কার অস্কার গোর রেহানা মরিয়ম নূর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর