Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেন্সর ছাড়পত্র পেলো ‘রোহিঙ্গা’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২১ ১৬:১৩

জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী নির্মাতা অহিদুজ্জামান ডায়মন্ড নির্মাণ করেছেন ‘রোহিঙ্গা’। বেশ কয়েক বছর ধরে তিনি ছবিটির শুটিং করছিলেন। কিছু দিন আগে সব কাজ শেষ করে তিনি ছবিটি সেন্সর বোর্ডে জমা দেন। গেল ২ নভেম্বর ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে।

মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবেতর জীবন নিয়েই সিনেমাটির গল্প গড়ে ওঠেছে। কক্সবাজারের উখিয়া ক্যাম্পে এর শুটিং হয়েছে। নাফ নদী, শাহপরী দ্বীপ, টেকনাফসহ বিভিন্ন স্থানে তুলে ধরা হয়েছে এতে।

বিজ্ঞাপন

সিনেমায় রোহিঙ্গা নারীর চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা আরশি হোসেন। আরও রয়েছেন ওমর আয়াজ অনি, সূচি, সাগর, বৃষ্টি, তানজিদ, হায়াতুজ্জামান, গোলাম রাব্বানী, মিন্টু, শ্রেয়া, তাওহিদ, ইনাম আহমেদসহ অনেকে।

২০০৯ সালে নির্মিত ‘গঙ্গাযাত্রা’র জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। সবশেষ ২০১৭ সালে তিনি পরিচালনা করেন ‘শেষ কথা’।

সারাবাংলা/এজেডএস

রোহিঙ্গা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর