Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খায়রুল বাসার ও চমকের ‘অবশেষে একা’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২১ ২০:২১

নিকুল মন্ডল নানামাত্রিক অভিনয় দিয়ে দর্শক মাতিয়েছেন। দেখা দিয়েছেন ‘ঢাকা অ্যাটাক’, ‘দেবী’র মতো সিনেমাতেও। সম্প্রতি প্রচার হয়েছে তার পরিচালিত প্রথম নাটক ‘নুরুলের শেষের কবিতা’। এবার তিনি নির্মাণ করেছেন নতুন নাটক ‘অবশেষে একা’। লিমন আহমেদের রচনায় নাটকটিতে জুটি বেঁধেছেন খায়রুল বাসার ও রোকাইয়া জাহান চমক।

ওয়েব সিরিজ ‘মহানগর’ দিয়ে আলোচনায় আসা এই দুই তারকা নতুন প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় জুটি হয়ে উঠেছেন। সম্প্রতি একাধিক নাটকে তাদের জুটি বাঁধতে দেখা গেছে। সেই ধারাবাহিকতায় এবার তারা হাজির হবেন রোমান্টিক গল্পের ‘অবশেষে একা’-তে। যার শেষ পরিণতি করুণ।

বিজ্ঞাপন

গেল অক্টোবরের ২৪ ও ২৫ তারিখে ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে নাটকটির। পরিচালক নিকুল কুমার মন্ডল বলেন, ‘আমি ক্যারিয়ারের প্রথম নাটকটি নির্মাণ করেছিলাম প্রেম, কবিতা ও দর্শনকে একসঙ্গে করে। আমি বিশ্বাস করি, দর্শক দিনশেষে জীবনের নান বোধগুলোই মনে ধরে রাখে।

এ নাটকে কাজ করা প্রসঙ্গে খায়রুল বাসার বলেন, ‘নাটকের গল্পে প্রেম আছে, আছে কমেডি। বাস্তবতার বোধগুলোও সূক্ষ্মভাবে ফুটে উঠেছে এখানে। চমকের সঙ্গে জুটি হয়ে নিকুল দার পরিচালনা উপভোগ করেছি। আশা করছি দর্শকের মন ছুঁয়ে যাবে নাটকটি।’

নাটকে পূর্ণিমা চরিত্রে অভিনয় করেছেন চমক। তিনি তার অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘বেশ উপভোগ্য একটি গল্প ও চরিত্র। অভিনয়ের অনেক সুযোগ ছিলো। চেষ্টা করেছি পরিচালকের নির্দেশনা অনুযায়ী চরিত্রটি ফুটিয়ে তুলতে। নাটক ও আমার চরিত্রটি দর্শকের মনে দাগ কাটলেই তৃপ্তি পাবো।’

পরিচালক জানান, সাহেদ চৌধুরী প্রযোজিত নাটকটি খুব শিগগিররই দেশের জনপ্রিয় কোনো টিভি চ্যানেলে প্রচার হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

অবশেষে একা খায়রুল বাসার রোকেয়া জাহান চমক