Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১২টি হল নিশ্চিত করেছে ‘রেহানা মরিয়ম নূর’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২১ ০০:০৩ | আপডেট: ২ নভেম্বর ২০২১ ০০:০৮

প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি ছবি হিসেবে অংশ নিয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ছবিটি আগামী ১২ নভেম্বর দেশের দর্শকরা দেখতে পাবে। মুক্তির দিন এক সঙ্গে ১২টি সিনেমা হলে মুক্তি পাবে।

ছবিটির নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু সারাবাংলাকে বলেন, আমরা এখন পর্যন্ত ১২টি হল নিশ্চিত করতে পেরেছি। খুব শিগগিরই হল তালিকা আমরা আমাদের ফেসবুক পেইজে প্রকাশ করবো।

বিজ্ঞাপন

বাবু আরও বলেন, সারা দেশ থেকে অসংখ্য ফোন পাচ্ছি। হল মালিকরা যেমন ফোন করে তাদের আগ্রহ দেখাচ্ছেন তেমনি ফোন করছেন তরুণরা। তাদের সবার জিজ্ঞাসা, আমাদের শহরে দেখতে পাবতো? আমরা চেষ্টা করছি যত বেশি হলে সম্ভব ছবিটি মুক্তি দিতে। এ ক্ষেত্রে আমরা সহযোগিতা পাচ্ছি প্রায় সব মহলের।

‘রেহানা হয়ে ওঠা আজমেরী হক বাঁধন বলেন, ‘আমাদের সিনেমা নিয়ে যে সাড়া পাচ্ছি প্রতিদিন, তাতে আমি রীতিমত আপ্লুত। আমি চেষ্টা করব যত বেশি হলে সম্ভব, সরাসরি দর্শকদের সাথে বসে সিনেমা দেখবার।

কান চলচ্চিত্র উৎসবে হয়েছিল সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার; এরপর কিন্তু সেখানেই থেমে থাকেনি। এরই মধ্যে এটি ঘুরে এসেছে মেলবোর্ন চলচ্চিত্র উৎসব, বিএফআই লন্ডন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, হংকং এশিয়া চলচ্চিত্র উৎসব, বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সিডনি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ মোট ১৩টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে। অপেক্ষায় আছে সিঙ্গাপুরসহ আরও বেশ কিছু দেশে যাওয়ার।

সারাবাংলা/এজেডএস

বাঁধন মুক্তি রেহানা মরিয়ম নূর

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর