সন্দীপনের কণ্ঠে শ্যামা সংগীত
৩০ অক্টোবর ২০২১ ১৭:০৬ | আপডেট: ৩০ অক্টোবর ২০২১ ১৭:৪৩
আগামী ৪ নভেম্বর হিন্দু সম্প্রদায়ের কালী পূজা। এই দিনটাকে সামনে রেখেই শ্যামা সঙ্গীত গাইলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী সন্দীপন। প্রসেনজিৎ ওঝার কথায় গানটির সুর করেছেন শিল্পী নিজেই। সংগীত পরিচালনা করেছেন শোভন রায়।
প্রোটিউন-এর ব্যনারে নির্মিত হয়েছে গানটির মিউজিক ভিডিও। শনিবার (৩০ অক্টোবর) প্রকাশিত হয়েছে প্রোটিউনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘ষ্টুডিও প্রোটিউনবিডি’-তে।
এ গান সম্পর্কে গীতিকার প্রসেনজিৎ ওঝা বলেন, ‘এটা আমার এবং সন্দীপনের প্রথম শ্যামা সংগীত। গানটি বেশ যত্নের সঙ্গেই করা হয়েছে। আমাদের প্রত্যাশা এই গানটি সবার ভালো লাগবে এবং গ্রহণ যোগ্যতাও পাবে।’
সারাবাংলা/এএসজি
প্রসেনজিৎ ওঝা ষ্টুডিও প্রোটিউনবিডি সন্দীপন দাশ সন্দীপনের কন্ঠে শ্যামা সংগীত