Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামিন পেয়েও কারাগার থেকে ছাড়া পেলেন না আরিয়ান খান

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৯ অক্টোবর ২০২১ ১৯:৩২

কারাগার থেকে ছাড়া পেলেন না শাহরুখ পুত্র আরিয়ান খান। বৃহস্পতিবার জামিন মঞ্জুর হলেও আজ (শুক্রবার) সময়মতো সমস্ত আইনি প্রক্রিয়া সেরে উঠতে না পারায় মুম্বাইয়ের আর্থার রোড জেল থেকে তাকে মুক্তি দেওয়া হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম সুত্রে জানা গেছে, গতকাল (বৃহস্পতিবার) আরিয়ান খানের জামিন মঞ্জুর করলেও জামিনের বিস্তারিত রায়ের প্রতিলিপি জারি করেনি মুম্বাই হাইকোর্ট। এদিন দুপুর গড়িয়ে যাওয়ার পর সামনে আসে আরিয়ানের জামিনের শর্ত। সেই বেল কনডিশন পূরণ করতে সবরকম ব্যবস্থা আগেভাগেই সাজিয়ে রেখেছিলেন আরিয়ানের আইনজীবীরা। তৈরি ছিল নগদ এক লক্ষ টাকা। সিউরিটি সার্টিফিকেট থেকে সিউরিটি হিসাবে জুহি চাওলার উপস্থিতি, কোনও খামতি ছিল না কিন্তু তা সত্ত্বেও সময়মতো সমস্ত আইনি প্রক্রিয়া সেরে উঠতে পারলেন না আইনজীবী সতীশ মানেশিন্ডে।

বিজ্ঞাপন

এদিকে, কারাগারের নিয়ম রয়েছে, বিকাল সাড়ে ৫ টার পর কোনও অভিযুক্তের জামিনের কাগজ গ্রহণ করে না তারা। কারণ সূর্যাস্তের পর বন্দিদের মুক্তি দেওয়ার নিয়ম নেই। এদিন সময়ের বিরুদ্ধে দৌড়েছেন আরিয়ানের আইনজীবীরা, তবে আর্থার রোড জেলের জমানত বক্স নিয়মমাফিক বন্ধ করে দেওয়া হল বিকাল সাড়ে পাঁচটায়। পরবর্তী সময়ে জেল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ ছাড়া পাবেন না আরিয়ান। মুক্তির জন্য শনিবার সকালের অপেক্ষা করতে হবে তাকে। শনিবার সকাল ৬টায় নিয়মমাফিক খুলবে আর্থার রোড জেলের জমানত বক্স। এরপর জেলের ভিতর জামিনের নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। সেগুলি শেষ করার পর শনিবার বেলায় জেল থেকে মন্নতের উদ্দেশে রওনা দেবেন আরিয়ান খান।

সারাবাংলা/এএসজি

আটক শাহরুখপুত্র আরিয়ান আরিয়ান খান আরিয়ানের মাদককাণ্ড বলিউড বাদশা শাহরুখপুত্র আরিয়ান খান

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর