Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেলেই থাকতে হচ্ছে আরিয়ানকে

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৭ অক্টোবর ২০২১ ১৯:৫৭ | আপডেট: ২৭ অক্টোবর ২০২১ ১৯:৫৮

২ অক্টোবর বিলাসবহুল প্রমোদ তরীকে আটকের পর ৩ অক্টোবর মাদক মাদক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে শাহরুখ পুত্র আরিয়ানকে। তখন থেকে আর্থার রোডের জেলে থাকতে হচ্ছে তাকে। ইতোমধ্যে মুম্বাইয়ের এস্প্ল্যান্ডেড আদালত এবং এনডিপিএস আদালতে জামিন আবেদন করেও পাননি। সবশেষ জামিন শুনানি ছিল বুধবার (২৭ অক্টোবর)। কিন্তু এবারও তার জামিন দেননি আদালত।

বৃহস্পতিবার দুপুর আড়াইটা নাগাদ আবার জামিন শুনানি হবে মুম্বাই হাইকোর্টে। তখন পর্যন্ত জেলেই থাকতে হবে তার।

বিজ্ঞাপন

আটকের পর প্রথমে আর্থার রোড জেলের কোয়ারেন্টাইন সেলে রাখা হয় আরিয়ানকে। পরে অন্য জেলে পাঠানো হয়। ছেলের গ্রেপ্তারির বেশ কয়েকদিন বাদে আর্থার রোড জেলে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শাহরুখ। প্রথমে আরিয়ানের জামিনের ভার তিনি দিয়েছিলেন আইনজীবী সতীশ মানেশিণ্ডেকে। কিন্তু পরে আইনজীবী বদল করা হয়। বুধবার মুম্বাই হাইকোর্টে আরিয়ানের পক্ষ থেকে শুনানি করেন মুকুল রোহতগি।

শোনা যায়, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর পক্ষ থেকে আরিয়ানের জামিনের তীব্র বিরোধিতা করা হয়। তারা অভিযোগ করেন, শাহরুখপুত্র তথ্য ও প্রমাণ লোপাটের চেষ্টা করছেন। এমনকী শাহরুখের ম্যানেজার পূজা দদলানি নাকি মুম্বাইয়ের এনসিবি অফিসে গিয়ে সাক্ষীকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। মঙ্গলবার দুই পক্ষের যুক্তি শোনার পরই নিজের সিদ্ধান্তের কথা জানান মুম্বাই হাইকোর্টের আইনজীবী।

সারাবাংলা/এজেডএস

আরিয়ান খান জামিন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর