Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তারিখ ঘোষণা

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২১ ১৬:৩৫

বাংলাদেশে খুব একটা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হয় না। হলেও বেশিরভাগই অনিয়মিত। এর মধ্যে মোটামুটি নিয়মিত আয়োজিত হয় ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। উৎসবটির ২০তম আসরের তারিখ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

জানা গেছে, আগামী বছরের ১৫ থেকে ২৩ জানুয়ারি উৎসবটি অনুষ্ঠিত হবে ঢাকাতে। এবারের আসরের স্লোগান হচ্ছে— নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ।

উৎসবটির আয়োজক রেইনবো চলচ্চিত্র সংসদ। সংগঠনটির তরফ থেকে ২০তম আসর উপলক্ষ্যে একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। যাতে ব্যবহার করা হয়েছে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে জহির রায়হানের বিখ্যাত প্রামাণ্যচিত্র ‘স্টপ জেনোসাইড’-এর একটি স্থিরচিত্র।

বরাবরের মতোই এবারের উৎসবেও এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন ফিল্মস্, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম মেকার বিভাগে চলচ্চিত্র প্রদর্শিত হবে।

সারাবাংলা/এজেডএস

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০১৮

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর