Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবরিনা বশিরের ‘দিল্লি কা লাড্ডু’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৩ অক্টোবর ২০২১ ১৫:৫১

সাবরিনা বশির— সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী। আধুনিক কিংবা ফোক সব ধারায় তার কন্ঠের বিচরণ। কন্ঠের যাদুতে শ্রোতাদের মুগ্ধ করেছেন এই সঙ্গীত শিল্পী। আসিফ আকবর, তাহসান, কাজী শুভ ও পথিক হাসানসহ সময়ের জনপ্রিয় সকল শিল্পীদের সাথে বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। শ্রোতাপ্রিয়তায় পেয়েছেন বিভিন্ন অ্যাওয়ার্ডও।

সম্প্রতি বেশ কয়েকটি গান নিয়ে শ্রোতাদের মাঝে হাজির হচ্ছেন জনপ্রিয় এই কন্ঠশিল্পী। তার মধ্যে ‘দিল্লী কা লাড্ডু’ শিরোনামের একটি গান রয়েছে। দীপ্ত টিভির ছয় নম্বর ফ্লোরে মোহন ইসলাম-এর নির্দেশনায় গানটির চিত্রধারনে মডেল হয়েছেন আশিক চৌধুরী ও সাবরিনা বশির নিজেই। আসছে ৩০ অক্টোবর এই কন্ঠশিল্পীর জন্মদিন উপলক্ষে ইউটিউবে প্রকাশ করা হবে গানটি।

বিজ্ঞাপন
সাবরিনা বশির

সাবরিনা বশির

সাবরিনা বশির বলেন, ‘আমি শৈশব থেকেই গান চর্চা করি। গানের প্রতি ভালোবাসা থেকেই কন্ঠশিল্পী হওয়া। সবসময় চেষ্টা করি শ্রোতাদের ভালো গান উপহার দেওয়ার। গান দিয়েই শ্রোতাদের মনে বেঁচে থাকতে চাই সারাজীবন। বাংলা গানের জয় হোক।’

উল্লেখ্য, সাবরিনার নতুন গান গুলোর মধ্যে রয়েছে আসিফ আকবের সঙ্গে দ্বৈত কন্ঠে ‘মধুচোরা’ এবং ‘ফুলের কানে ভ্রমর এসে’ শিরোনামে গানটি। সম্প্রতি এই শিল্পীর ‘জলে গিয়েছিলাম সই’ নামে একটি ফোক গানের ভিডিও ইউটিউবে বেশ জনপ্রিয়তা পেয়েছে।

সারাবাংলা/এএসজি

সাবরিনা বশির সাবরিনা বশিরের ‘দিল্লি কা লাড্ডু’

বিজ্ঞাপন

বগুড়ায় বিমানবন্দর চালুর উদ্যোগ
১১ জানুয়ারি ২০২৫ ১৯:৪৮

আরো

সম্পর্কিত খবর