Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিনেতার ‘খেলনা’ গুলিতে সিনেমাটোগ্রাফার নিহত, আহত পরিচালক

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২২ অক্টোবর ২০২১ ১৮:২৩

হলিউড অভিনেতা অ্যালেক বল্ডউইন নিউ ম্যাক্সিকোতে শুটিং করছিলেন ‘রাস্ট’ ছবির। আর সে ছবির সেটে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনা। ‘প্রপ গান’ অর্থাৎ শুটিংয়ে ব্যবহৃত খেলনা বন্ধুকের গুলিতে মারা গিয়েছেন সিনেমাটোগ্রাফার হালিনা হাচিন্স। আহত হয়েছেন পরিচালক জোয়েল সুজা। খবর ভ্যারাইটি।

দুর্ঘটনার সাথে সাথে ৪২ বছর বয়সী হাচিন্সকে উড়োজাহাজে করে ইউনিভার্সিটি অব নিউ ম্যাক্সিকো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাকে বাচানো সম্ভব হয়নি। অন্য দিকে ৪৮ বছর বয়সী সুজাকে অ্যাম্বুলেন্সে করে ক্রিচটাস সেন্ট ভিনসেন্ট রিজিওনাল মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাকে জরুরি বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

ক্রিচটাস হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, তাদেরকে সুজা বলেছেন, ‘একটি প্রপ গান নিয়ে অ্যালেক বল্ডউইনের গুলি করছিলেন। কিছু বুঝে উঠার আগেই তারা গুলিবদ্ধ হন।’

এদিকে এ ঘটনায় একটি তদন্ত দল অ্যালেক বল্ডউইনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা গেছে, জিজ্ঞাসাবাদে তিনি অজোরে কান্না করছিলেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

পুলিশ জানিয়েছে, খেলনা বন্ধুকে কীভাবে আসল গুলি আসলো তা নিয়ে তারা তদন্ত শুরু করেছে।

‘রাস্ট’ ছবির প্রযোজনা সংস্থাও জানিয়েছে তারা তদন্তের ব্যাপারে সকল প্রকার সহায়তা করতে প্রস্তুত।

সারাবাংলা/এজেডএস

অ্যালেক বল্ডউইন খেলনা গুলি প্রপ গান হালিনা হাচিন্স

বিজ্ঞাপন

এক মিনিটে নেইমারের আয় ৩০ কোটি!
১২ জানুয়ারি ২০২৫ ১৫:৪০

আরো

সম্পর্কিত খবর