Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুমাইয়া বৃষ্টির নতুন একক ‘বন্ধু আমার মনে’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২১ অক্টোবর ২০২১ ২২:৪৭

তরুণ কণ্ঠশিল্পী হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছেন সুমাইয়া বৃষ্টি। তিনি নতুন একটি একক গান প্রকাশ করতে যাচ্ছেন। গানের শিরোনাম ‘বন্ধু আমার মনে’। এর সুর ও সংগীতায়োজন করেছেন বেলাল খান।

সম্প্রতি গানের ভিডিও নির্মাণ করা হয়েছে। শিগগিরই গানটি অনলাইনে প্রকাশ পাবে বলে শিল্পী ও সুরকার জানান। এ আয়োজন নিয়ে সুমাইয়া বৃষ্টি বলেন, ‘নিখাদ প্রেমের গান এটি। এ সময়ের শ্রোতার ভালো লাগার কথা ভেবেই গানটি তৈরি করা হয়েছে। কথা ও সুরের পাশাপাশি ভিডিওতে ভিন্নতার ছাপ রাখার চেষ্টা করা হয়েছে। আমিও চেষ্টা করেছি, গানে নিজের সেরা গায়কি তুলে ধরার। সব মিলিয়ে এ আয়োজন অনেকের ভালো লাগবে বলে আশা করছি।’

বিজ্ঞাপন

এর আগে সুমাইয়া বৃষ্টি ‘তুমি আমার চাঁদ’, ‘এত কাছে’, ‘যদি তুমি’সহ বেশ কিছু একক ও দ্বৈত গান গেয়ে শ্রোতার মনোযোগ কেড়েছেন। পাশাপাশি বেশ কিছু ছবিতে প্লেব্যাক করেও সংগীতপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছেন।

সারাবাংলা/এজেডএস

বন্ধু আমার মনে সুমাইয়া বৃষ্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর