Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত ছবিতে নিরব

আহমেদ জামান শিমুল
২১ অক্টোবর ২০২১ ১৮:২৫ | আপডেট: ২১ অক্টোবর ২০২১ ১৯:০৭

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মুশফিকুর রহমান গুলজার নির্মাণ করছেন ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’। সম্প্রতি ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন নিরব।

ছবিতে নিরব বঙ্গবন্ধুর বোনের জামাই শেখ নুরুল হকের চরিত্রে দেখা যাবে নিরবকে। তিনি কলকাতার একটি ব্যাংকে চাকরি করতেন। তিনি শেখ হেলালের পিতা ও ব্যারিস্টার ফজলে নূর তাপসের দাদা।

১৯৩০ সালের ঘটনা উঠে আসবে সিনেমায়। বঙ্গবন্ধু কিশোর বয়সে একটি রোগে আক্রান্ত হয়েছিলেন। শেখ নুরুল হক বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন হাসপাতালে ঘুরেছিলেন। বঙ্গবন্ধুর তৈরি হওয়ার পিছনে তার বিশাল অবদান রয়েছে।

নিরব বলেন, ইতোমধ্যে ছবির চিত্রনাট্য পড়েছি। মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি। সৈয়দ নুরুল হকের লুক আনার চেষ্টা করছি।

আগামী ২৬ অক্টোবর থেকে ঢাকা ও সৈয়দপুরে ছবিটির শুটিং হবে। এ পর্যায়ে নিরব শুটিং করবেন ছয় দিন। এরপর নভেম্বরে কিছু শুটিং হবে।

‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ ছবিটি ২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদানে নির্মিত হচ্ছে। এটি নিরবের তৃতীয় অনুদানের ছবি। এছাড়া তিনি বন্ধন বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’ ও রোজিনার ‘ফিরে দেখা’ ছবিতে অভিনয় করেছেন।

সারাবাংলা/এজেডএস

টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা নিরব

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর