Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহরুখ খানের বাড়িতে তল্লাশি চলছে

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২১ অক্টোবর ২০২১ ১৩:৪২ | আপডেট: ২১ অক্টোবর ২০২১ ১৩:৪৭

মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) করা মামলায় জেলে রয়েছেন শাহরুখ খান পুত্র আরিয়ান খান। ছেলে গ্রেফতারের প্রায় তিন সপ্তাহ পর বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ৯টায় তার সঙ্গে দেখা করেন শাহরুখ। সেখান থেকে ফিরতে না ফিরতে তার বাড়িতে হাজির এনসিবির একটি দল। চলছে তল্লাশি। খবর এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলে হয়, দুপুর সাড়ে ১২টা নাগাদ এনসিবির একটি দল শাহরুখ খানের বাড়িতে তল্লাশি শুরু করেছে। এখন পর্যন্ত এ ব্যাপারে আর বেশি কিছু জানা যায়নি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে মাত্র ১৫ মিনিটের শাহরুখের সঙ্গে তার ছেলের দেখা হয়। সেখানে তার সঙ্গে ছিলেন আইনজীবীদের একটি দল। তারা শাহরুখের সঙ্গে প্রবেশ করেন এবং একই সঙ্গে
বের হয়ে আসেন।

এ দিকে মাদক মামলায় শাহরুখ পুত্রের জামিন আবেদন বুধবারও (২০ অক্টোবর) বাতিল হলে তার আইনজীবীরা উচ্চ আদালতে জামিন চাওয়ার কথা জানান। মুম্বাই হাইকোর্ট আগামী ২৬ অক্টোবর আরিয়ান জামিন শুনানি শোনার কথা রয়েছে।

সারাবাংলা/এজেডএস

এনসিবি তল্লাশি মাদক শাহরুখ খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর