অবশেষে শাহরুখ ও আরিয়ানের ১৫ মিনিটের সাক্ষাৎ
২১ অক্টোবর ২০২১ ১৩:১৩ | আপডেট: ২১ অক্টোবর ২০২১ ১৩:৩৫
৩ অক্টোবর থেকে মাদক মামলায় জেলে বলিউড বাদশা শাহরুখ পুত্র আরিয়ান। জেলে যাওয়ার পর ছেলের সঙ্গে ওই অর্থে কথা বলতে পারেননি। দীর্ঘ অপেক্ষার পর ১৫ মিনিটের জন্য ছেলের দেখা পেয়েছেন শাহরুখ খান। খবর আনন্দবাজার।
শাহরুখ মুম্বাইয়ের আর্থার রোডের জেলে বৃহস্পতিবার (২১ অক্টোবর) ভারতীয় সময় সকাল ৯টা নাগাদ যান। সেখানে তার সঙ্গে ছিল আইনজীবীদের একটি দল। দলটি শাহরুখের সঙ্গেই সাক্ষাৎ শেষে বেরিয়ে আসেন।
ছেলের সঙ্গে সাক্ষাতের বিষয়টি আড়ালেই রাখতে চেয়েছিলেন শাহরুখ। যে কারণে বড় কনভয় বা বড় গাড়ি নিয়ে তিনি আর্থার রোড জেলে যাননি। তিনি পৌঁছান একটি ছোট গাড়িতে। গাড়ির কাঁচ কালো। তখনও দেশের বাণিজ্যনগরীতে অফিস টাইম ঠিকঠাক শুরু হয়নি।
তবে শাহরুখের আসার খবর আগে থেকেই পেয়ে গিয়েছিল সংবাদমাধ্যমের একাংশ। ফলে তারা আর্থার রোড জেলের মূল ফটকের বাইরে ভিড় করেছিল। জমায়েত ছিল জেলের প্রহরীদেরও। আর্থার রোড জেলটি মুম্বাই শহরের মধ্যেই। একটা সময়ে সেখানে বিশেষ টাডা আদালতে বিচার হয়েছিল বলিউডের নায়ক সঞ্জয় দত্তের। সেখানে বেশ কিছুদিন বন্দিও ছিলেন তিনি। বন্দি ছিল ২৬/১১ মামলায় অভিযুক্ত পাক জঙ্গি আজমল আমির কসাবও। শহরের মধ্যে একটি ব্যস্ত রাস্তার উপর ওই জেলের ফটকে অল্প লোক জমায়েত হলেই তা ভিড়ের চেহারা নেয়। বৃহস্পতিবার সকালেও তার ব্যতিক্রম হয়নি।
সারাবাংলা/এজেডএস