Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঞ্চে আসছে বাতিঘরের ‘ঊর্ণাজাল’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২০ অক্টোবর ২০২১ ১৬:০৩ | আপডেট: ২০ অক্টোবর ২০২১ ১৬:২৪

ধর্মীয় কুসংস্কার এবং শিল্পবিরোধী কার্যকলাপে ঘুণ ধরেছে সমাজে। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে শিল্পের মনঃসংযোগ থেকে বিচ্ছিন্ন হয় শিল্পী। ঘুণে কাটে একতারা। এক কথায়, ধর্মীয় কুসংস্কারের আশ্রয়ে সমাজে ঢুকে পড়ে অপকৌশল-কূটনীতি। এমনই এক গল্প নিয়ে মঞ্চে আসছে ‘ঊর্ণাজাল’।

বিদেশ থেকে শিক্ষাজীবন শেষ করে নিজ গ্রামে ফেরে খালেদ। দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হয় গ্রামবাসীর। স্কুলের জন্য রেখে যাওয়া বাবার স্বপ্নের একখণ্ড জমিতে মাদরাসা গড়ে তোলে সে। অন্যদিকে, সাঁইজির আখড়ায় বেড়ে ওঠা গায়েন সয়ফুল খালেদের বাল্যবন্ধু। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে শিল্পের মনঃসংযোগ থেকে বিচ্ছিন্ন হয় শিল্পী। ঘুণে কাটে একতারাটি। চোখ দান করে যাওয়া জয়নাল গাতকের জানাজা পড়ানোর দায়ে ইমামের জিভ কেটে নেয় কে বা কারা। সুযোগে ধর্মীয় মতবাদের আশ্রয়ে ঢুকে পড়ে অপকৌশল-কূটনীতি। এভাবেই এগিয়েছে ঊর্ণাজাল এর কাহিনী।

প্রতিশ্রুতিশীল নাট্যপ্রতিভা বাকার বকুলের রচনা ও নির্দেশনায় বাতিঘর নাট্যদলের প্রযোজনা- ‘ঊর্ণাজাল’। এর ২৮ তম প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহস্পতিবার (২১ অক্টোবর), সন্ধ্যা ৭ টায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়।

সময়ের আলোচিত এবং সাহসী প্রযোজনা ‘ঊর্ণাজাল’ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— মুক্তনীল, খালিদ হাসান রুমি, সাদ্দাম রহমান, সঞ্জয় গোস্বামী, সুইটি সরকার, মনিরুজ্জামান ফিরোজ, শিশির সরকার, সঞ্জয় হালদার, স্বরণ বিশ্বাস, সাবরিনা সারমিন, তারানা তাবাসসুন চেরী, ফয়সাল আহম্মেদ, রাজু, তামিম আহমেদ, মৃধা অয়োমী, সাবিহা। সহকারী নির্দেশনায় মুক্তনীল, আলোক নির্দেশনায় তানজিল আহম্মেদ, সংগীতে সঞ্জয় গোস্বামী, রুম্মান শারু, জনি সেন রুবেল ও মুহাইমিন অঞ্জন, সেট ডিজাইনে রুনা কাঞ্চন ও মুক্তনীল এবং প্রযোজনা অধিকর্তা শাহানা জয়।

বিজ্ঞাপন

‘ঊর্ণাজাল’ দেখার টানে বার বার নাট্যপ্রেমীদের সমাগম ঘটেছিল বিগত মঞ্চায়ন গুলোতে।

সারাবাংলা/এএসজি

ঊর্ণাজাল বাতিঘর মঞ্চনাটক মঞ্চে আসছে বাতিঘরের ‘ঊর্ণাজাল’