Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেখলে ছবি পাগল হবি’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২১ ১৬:৪৩

রাশিদ পলাশ পরিচালিত ছবি ‘পদ্মাপুরাণ’ মুক্তি পেয়েছে গত ৮ অক্টোবর। ছবিটি মুক্তির নয় দিন পর মুক্তি পেয়েছে ছবির গান ‘দেখলে ছবি পাগল হবি’।

ইউটিউব চ্যানেল লাইভ টেকে ১৭ অক্টোবর দুপুর ২টায় গানটি প্রকাশিত হয়। গানটি লিখেছেন জালাল উদ্দিন খাঁ। সঙ্গীতায়োজন করেছেন নির্ঝর চৌধুরী। গেয়েছেন চন্দনা মজুমদার।

‘দেখলে ছবি পাগল হবি’ গানের সঙ্গে পারফম করেছেন শম্পা রেজা।

মুক্তির দ্বিতীয় সপ্তাহে ‘পদ্মাপুরাণ’ চলছে স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে। শুধু ঢাকায় নয় চট্টগ্রামেও দ্বিতীয় সপ্তাহে সুগন্ধায় এবং ঢাকার সৈনিক ক্লাবে দেখা যাচ্ছে ছবিটি।

রায়হান শশীর চিত্রনাট্যে ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, প্রসূন আজাদ, শম্পা রেজা, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সূচনা  শিকদার, রেশমী, হেদায়েত নান্নু, আশরাফুল আশিষ, সাদিয়া তানজিন প্রমুখ।ছবিতে পাঁচটি গান আছে, গেয়েছেন চন্দনা মজুমদার, মুহিন, সৌরিন, আরিফ ও অংকন।

সারাবাংলা/এজেডএস

দেখলে ছবি পাগল ছবি পদ্মাপুরাণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর