আরিয়ান মুক্তি না পেলে মিষ্টি খাবেন না মা গৌরি
১৬ অক্টোবর ২০২১ ১৭:৪৪
শাহ্রুখ খানের ছেলে আরিয়ান মাদক মামলায় জেল হাজতে রয়েছেন। দুবার তার জামিন আবেদন বাতিল হয়েছে। আগামী ২০ অক্টোবর তার জামিনের আবার শুনানি হবে। এ সময়ে ছেলে কী খাচ্ছে না খাচ্ছে তা নিয়ে উদ্বেগের শেষ নেই মা গৌরি খানের। তিনি পণ করেছেন যত দিন ছেলে মুক্ত হচ্ছে না, তত দিন তিনি তার প্রিয় খাবার মিষ্টি খাবেন না।
ইন্ডিয়া টু ডের খবরে বলা হচ্ছে, ছেলের জন্য দিনরাত প্রার্থনা করছেন গৌরি। তিনি খাওয়া দাওয়া এক প্রকার ছেড়েয় দিয়েছেন। নিজের প্রিয় মিষ্টিও খাবেন না বলে জানিয়েছেন কাছের সবাইকে।
আরিয়ানের জেল জীবন এক কঠিন পরিস্থিতিতে ফেলে দিয়েছে খান পরিবারকে। ছেলে আর্থার রোড জেলে বন্দি, স্বভাবতই বাবা-মা শাহরুখ ও গৌরী খানের ভীষণ মন খারাপ। পুরো ঘটনায় সোশ্যাল মিডিয়ায় একদিকে চলছে শাহরুখকে নিয়ে সমালোচনার ঝড়, অন্যদিকে দুর্দিনেও প্রিয় তারকার পাশে দাঁড়িয়েছেন ভক্তরা। উৎসবের মৌসুমেও শোকের ছায়া শাহরুখের ‘মান্নাত’ জুড়ে।
সারাবাংলা/এজেডএস