Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাঈম-মিথিলাকে নিয়ে ‘জলে জ্বলে তারা’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২১ ১৬:২৮

অরুণ চৌধুরী সরকারি অনুদানে নির্মাণ করছেন নতুন সিনেমা ‘জলে জ্বলে তারা’। ছবিটির এক লট শুটিং শেষে জানা গেল এর প্রধান চরিত্রে অভিনয় করছেন মিথিলা ও নাঈম।

মিথিলা কলকাতায় থাকা অবস্থা ছবিটির প্রথম লটের শুটিং হয়েছে। ফোনে সকল কথা ঠিকঠাক করা ছিল। মঙ্গলবার (১২ অক্টোবর) ছবিটিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) তার অংশের শুটিং শুরু হবে।

‘জলে জ্বলে তারা’ মিথিলা-নাঈম ছাড়াও আছেন ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মুনিরা আখতার মিঠু, মোস্তাফিজুর নূর ইমরান, ইকবাল, শখ, ওবিদ রেহান প্রমুখ। ছবিটির গল্প লিখেছেন ইফফাত আরেফিন তন্বী।

ছবিটি নদি ও একজন নারীর জীবন নিয়ে গল্প। সে চরিত্রটিই করছেন মিথিলা। চরিত্রটি নিয়ে মিথিলা বলেন, ‘ছবিটি আমার জন্য বিশেষ। কারণ, এর আগে আমি যা করেছি তার প্রায় সবই আরবান নারীর চরিত্র। এবারই প্রথম গ্রামীণ পোড়খাওয়া একজন নারীর চরিত্রে অভিনয় করার সুযোগ পাচ্ছি। সেজন্যই মূলত কাজটি করছি।’

সারাবাংলা/এজেডএস

অরুণ চৌধুরী জলে জ্বলে তারা নিরব মিথিলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর