Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্দীপন-মৌমিতাকে নিয়ে সুমন কল্যাণের ‘জয় মা’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২১ ১৬:০৫

গুণী সুরকার, সংগীত পরিচালক ও গায়ক সুমন কল্যাণ বিশেষ দিনগুলোতে বিশেষ গান-ভিডিও প্রকাশ করে বরাবরই প্রশংসা কুড়িয়ে থাকেন। দুর্গাপূজা উপলক্ষ্যে সুমন কল্যাণ নিয়ে এসেছেন ভিন্নধর্মী ইন্সট্রুমেন্টাল ‘জয় মা’।

বোরবার (১০ অক্টোবর) সন্ধ্যায় দেশের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণার ইউটিউব চ্যানেলে ইন্সট্রুমেন্টালটি উন্মুক্ত করা হয়েছে। এই ইন্সট্রুমেন্টালে রয়েছে কণ্ঠের কাজও। যেটি করেছেন সন্দীপন দাশ ও মৌমিতা বড়ুয়া।

বিজ্ঞাপন

সুমন কল্যাণ জানান, গিটার, বেল, পার্কাশনসহ ইন্সট্রুমেন্টালটিতে আরও কিছু যন্ত্রের ব্যবহার করা হয়েছে। আর পুরো ইন্সট্রুমেন্টালটি করা হয়েছে রাগ আহির ভৈরবের ওপর।

বিশেষ এই কাজটি নিয়ে সুমন কল্যাণ বলেন, ‘পুজা নিয়ে আমাদের এরইমধ্যে কয়েকটি গান প্রকাশিত হয়েছে। আমি ট্রাডিশনাল সেই ধারা থেকে বেরিয়ে এসে ভিন্ন কিছু করার চেষ্টা করেছি। পূজার প্রথম দিবসে আমরা প্রার্থনা করি আর দ্বিতীয় দিবসে করি আরতি বা আনন্দ। আমি প্রার্থনা পর্যায়কে সামনে রেখেই কাজটি করেছি। আশা করি সবার ভালো লাগবে।’

উল্লেখ্য, তিন শিল্পী সুমন কল্যাণ, সন্দীপন দাশ ও মৌমিতা বড়ুয়াকে এক করে ইন্সট্রুমেন্টালটির ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। সাউন্ড জিজাউন করেছেন আমজাদ হোসেন বাপ্পী।

সারাবাংলা/এজেডএস

জয় মা সুমন কল্যাণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর