বাসায় ফিরেছেন মাসুদ সেজান
১৩ ডিসেম্বর ২০১৭ ১৯:০৯ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৭ ১৩:২০
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট:
তিনদিন হাসপাতালে থাকার পর বুধবার গভীর রাতে বাসায় ফিরেছেন নাট্যনির্মাতা মাসুদ সেজান। বুধবার রাত সাড়ে নয়টার দিকে সেজানের এনজিওগ্রাম করার কথা থাকলেও, হয়নি অস্ত্রপচার। রাতেই হাসপাতাল পরিবর্তন করে তাকে নেয়া হয় ল্যাবএইডে।
নতুন করে চারটি টেস্ট দিয়েছেন চিকিৎসক। ১৭ ডিসেম্বর আবারো হাসপাতালে গিয়ে নিতে হবে পরবর্তী ব্যবস্থাপত্র। জানিয়েছেন মাসুদ সেজানের ভাই আসাদ রহমান। ‘মাসুদ সেজান এখন বাসায় আছেন, তিনি বিশ্রাম করছেন। যে চারটি টেস্ট দিয়েছেন চিকিৎসকেরা, তার ফলাফল পেলেই জানা যাবে রক্ত সঞ্চালন কম থাকার কারণ। আশা করছি চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তি ব্যবস্থা নিতে পারবো।’ জানিয়েছেন আসাদ।
বহু জনপ্রিয় টিভি নাটকের নির্মাতা মাসুদ সেজান অসুস্থ হয়ে গত ১০ ডিসেম্বর ভর্তি হন হাসপাতালে। সেদিন দুপুরে বুকে তীব্র ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন তিনি।
মাসুদ সেজান নির্মিত জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে ‘পল্টিবাজ’, ‘সুখটান’, ‘হাতেম আলী’, ‘ডুগডুগি’, ‘চলিতেসে সার্কাস’।
সারাবাংলা/পিএ/তুসা