Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুজায় এবার উত্তমের ‘জাগো মা’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১০ অক্টোবর ২০২১ ১৯:৪৬

এবারের দুর্গা পুজা উপলক্ষে মুক্তি পাচ্ছে উত্তমের নতুন মৌলিক গান ‘জাগো মা’। অতিমারী আবহে পুজো মণ্ডপে মা দুর্গাকে এই গান গেয়েই স্বাগত জানাতে চান সঙ্গীতশিল্পী উত্তমকুমার রায়। গানটি তার নিজেরই লেখা, সুর ও সঙ্গীতায়োজনে করা। বানিয়েছন নিজের স্টুডিওতেই। শিল্পীর নিজের ইউটিউব চ্যানেল উত্তম মিউজিক স্টেশন থেকে মুক্তি পাচ্ছে ‘জাগো মা’। অন্য গানটির টাইটেল ‘বৃষ্টি’। চিরন্তন প্রেম ও বিরহের এই গানের কথা লিখেছেন সুস্মিতা দেবনাথ।

বিজ্ঞাপন

এই গানে সচেতনতা আনা হয়েছ। গানের লাইনগুলিতে রয়েছে এমনই কথা। দেশ তথা গোটা দুনিয়া সংক্রমণমুক্ত হোক। মায়ের কাছে সে প্রার্থনাই করা হয়েছে। সেই সঙ্গে শাঁখ-বাদ্যি, কাঁসর-ঘণ্টা জুড়ে গানটিকে উৎসব মুখরও করা হয়েছে।

উত্তম বিটিভিসহ প্রায় সবগুলো বেসরকারি টিভি চ্যানলে লাইভসহ রেকর্ডেড গানের অনুষ্ঠান করে নাম কুড়িয়েছেন। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে মূলত নজরুলসঙ্গীত ও আধুনিক গান করেন উত্তম।

সারাবাংলা/এএসজি

উত্তমকুমার রায় জাগো মা পুজায় এবার উত্তমের ‘জাগো মা’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর