Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন শাহরুখ

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৯ অক্টোবর ২০২১ ১৯:১৭

বলিউড সুপারস্টার শাহরুখ খানকে এমনিতেই সিনেমার শুটিং, বিজ্ঞাপনের শুটিং, বিভিন্ন পণ্যের প্রচারণা, স্টেজ শো, সামাজিক নানা কাজে প্রতিনিয়ত ব্যস্ত থাকতে হয়। এরপরও যতটুকু সময় চেষ্টা করেন স্ত্রী-সন্তানদের দিতে। তার প্রিয় সন্তান আরিয়ান মাদক কান্ডে এখন হাজতে। জামিন চেয়ে পাননি। আর ছেলের চিন্তায় নাওয়া-খাওয়া ছেড়ে দিয়েছেন বলিউড বাদশা। তার মানসিক অবস্থাও পুরোপুরি ভঙ্গুর।

ভারতীয় গণমাধ্যম তার ঘনিষ্ঠ বন্ধুর বরাত দিয়ে বলছে, শাহরুখ খাওয়া, ঘুম একপ্রকার ছেড়ে দিয়েছি। ব্যস্ততার কারণে ঘুম ঠিকঠাক হয় না। ছেলে গ্রেফতারের পর থেকে আগে যতটুকু ঘুমাতেন তাও উধাও হয়ে গেছে।

বিজ্ঞাপন

সে ঘনিষ্ঠ বন্ধু বলেছেন, ‘মনে রাখতে হবে সুপারস্টার হোক আর একজন সাধারণ মানুষ হোক দিনশেষে শাহরুখ খানও একজন বাবা। আর এখন তো সে এক অসহায় বাবা।’

ছেলেকে হাজত থেকে বের করার জন্য নিজের তিনটি ছবির শুটিং বন্ধ রেখেছেন শাহরুখ খান। বন্ধ আছে একটি বিজ্ঞাপনের কাজ। ছেলেকে ঘরে ফেরত আনতে পারলে হয়তো কিছুটা প্রশান্তি পাবেন কিং খান। তবে এ মুহূর্তে আদালতের দিকে তাকিয়ে থাকা ছাড়া কোন উপায় নেই শাহরুখের।

সারাবাংলা/এজেডএস

আরিয়ান মাদক শাহরুখ খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর