তেরশ লোক থেকে কেনো ১৭ জন গ্রেফতার, প্রশ্ন আরিয়ানের
৮ অক্টোবর ২০২১ ১৬:০৬ | আপডেট: ৯ অক্টোবর ২০২১ ১৬:৪২
গত ২ অক্টোবর মাদক কান্ডে গ্রেফতার হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান। আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে ১৪ দিনের জন্য কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। এরপর তার আন্তর্বতী জামিনের আবেদন করা হয়। শুক্রবার সে আবেদনের শুনানী চলাকালে আদালতে গ্রেফতারকারী সংস্থা এনসিবির কর্মকর্তাদের উপর।
আরিয়ান আদালতে বলেছেন, ‘পার্টিতে লোক ছিল ১৩০০ জন। কিন্তু গ্রেফতার করা হয়েছে মাত্র ১৭ জন। তাছাড়া আমার ব্যাগ খুঁজে কোনো মাদক পাওয়া যায়নি।’
যদিও এনসিবি দাবি করছে, তাদের কাছে আরিয়ান মাদক সেবনের ব্যাপারটি স্বীকার করে নিয়েছেন।
গতকাল আদালত ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়ার পর পরই আরিয়ানের আইনজীবী সতীশ মানশিণ্ডে তার অন্তর্বর্তী জামিনের আবেদন করেন। আরিয়ান জানিয়েছেন, প্রতীক নামে তার এক বন্ধু এই পার্টির আয়োজকদের সঙ্গে তার আলাপ করিয়েছিলেন।
সেই ব্যক্তি আরিয়ানকে প্রমোদতরীর পার্টিতে আসার জন্য অনুরোধ করেছিলেন। আরিয়ানকে জানানো হয়েছিল, তার নাম থাকবে ‘ভিভিআইপি’ তালিকায়। শাহরুখ খানের পুত্র এলে পার্টির জাঁকজমক বেড়ে যাবে। মূলত এই কারণেই নাকি ডেকে আনা হয়েছিল আরিয়ানকে।
সারাবাংলা/এজেডএস