Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অধ্যাপক ড. অরূপরতন চৌধুরীর দূর্গা পূজার গান

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২১ ১৫:৪১

দূর্গা পূজা উপলক্ষ্যে দেশের অনেক শিল্পীই গান তৈরি করেছেন। সেগুলো ইতোমধ্যে প্রকাশিত হয়েছেও। এবার প্রকাশিত হয়েছে বীর মুক্তিযোদ্ধা একুশে পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী অধ্যাপক ড. অরূপরতন চৌধুরীর পূজার গানের ভিডিও।

শিল্পীর গানের অ্যালবাম ‘ত্রিনয়নী মা’-এর গানগুলোর ভিডিও তৈরি করা হয়েছে। এগুলো চিত্রায়িত হয়েছে ঢাকা ও আশেপাশের মন্দিরে। এগুলো দূর্গাপূজা উপলক্ষে বিভিন্ন চ্যানেলে প্রচারিত হবে।

বিজ্ঞাপন

গানগুলোতে সুরারোপ করেছেন স্বপন দাস ও সঙ্গীত পরিচালনা করেছেন একুশে পদকপ্রাপ্ত সঙ্গীত পরিচালক শেখ সাদী খান। পরিচালনায় গৌরী চৌধুরী।

অরূপরতন চৌধুরীর গানগুলো নিয়ে বলেন, প্রতিবছরই চেষ্টা করি দূর্গাপূজায় মাকে শ্রদ্ধা জানিয়ে গান করতে। এবার গানগুলোর ভিডিও বেশ সুন্দর হয়েছে। আশা করছি দর্শক শ্রোতারা পছন্দ করবেন।

গানগুলো প্রকাশিত হয়েছে সাউন্ডটেক থেকে। পূজার দিন থেকে গানগুলো ইউটিউবে দেখা যাবে।

সারাবাংলা/এজেডএস

অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর