Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মানিক রতন’ শামীম-তামিম

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২১ ১৩:৫৯

মানিক ও রতন দুই অন্তরঙ্গ বন্ধু। তারা সারাদিন একসঙ্গে থাকে। তাদের স্বভাব একইরকম। দুই বন্ধু হুবহু একই পোশাক পরে। দুষ্টুমিতে সবার আগে থাকে। কিন্তু লেখাপড়ায় মন নেই। তাদের মানিকজোড় মনে করে সবাই। এমন দুটি চরিত্রে অভিনয় করেছেন শামীম হাসান সরকার ও তামিম মৃধা। শুধু তাই নয়, একসঙ্গে গানও গেয়েছেন তারা।

‘মানিক রতন’ নামের নতুন একটি নাটকে শামীম ও তামিমের অভিনয় দেখা যাবে এবং গান শোনা যাবে। এর কথা লিখেছেন ও সুর করেছেন তামিম মৃধা, সংগীতায়োজনে আরাফাত মহসিন নিধি।

বিজ্ঞাপন

নাটকটি যৌথভাবে লিখেছেন ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও কে এম সোহাগ রানা। রাজ বলেন, ‘মানিক রতন মজার দুই তরুণের গল্প। মানিক ও রতন চরিত্রে শামীম হাসান সরকার ও তামিম মৃধার অভিনয় দর্শকদের আনন্দ দেবে আশা করি। তারা ভালো গানও গাইতে পারেন। তাই নাটকের গানটি তাদের দিয়েই গাওয়ানো হয়েছে।’

সিনেমাওয়ালার প্রযোজনায় তৈরি হয়েছে ‘মানিক রতন’। এতে আরও অভিনয় করেছেন সারিকা সাবাহ, শামীমা নাজনীন ও লেনিন। এর চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির, সম্পাদনায় রাশেদ রাব্বী। আবহ সংগীত করেছেন নাভেদ পারভেজ।

চলতি মাসেই ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে উপভোগ করা যাবে ‘মানিক রতন’।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নিশ্চিত করেছেন, নাটকটির সিক্যুয়েল তৈরি হবে শিগগিরই।

সারাবাংলা/এজেডএস

তামিম মানিক রতন শামীম

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর