বাবার সঙ্গে দেখা করতে অ্যাপয়েন্টমেন্ট লাগে: আরিয়ান
৫ অক্টোবর ২০২১ ১৯:৫৭ | আপডেট: ৫ অক্টোবর ২০২১ ২০:২১
‘কিং অব রোমান্স’ শাহরুখ খানের ছেলে আরিয়ান মাদক মামলায় আটক দুদিন ধরে। তাকে জেরা করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (এনসিবি)। তাদের জেরায় বাবার প্রতি কিছু কষ্টের কথাও উঠে এসেছে আরিয়ানের বয়ানে।
এনসিবির কাছে দেওয়া চার পাতার বক্তব্যে শাহরুখ পুত্র আরিয়ান বলেন, ‘আমার বাবা অনেক বেশি ব্যস্ত। একের পর এক ছবির শুটিং করছেন। আমাদেরকেই উনি সময় দিতে পারেন না। তিনি এতটাই ব্যস্ত যে অনেক সময় তার সঙ্গে কথা বলতে ওনার ম্যানেজার পূজার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়।’
আরিয়ানের জামিন চাওয়া হলেও তা নামঞ্জুর হয়েছে। ফলে আগামী ৭ অক্টোবর পর্যন্ত তাকে এনসিবির হেফাজতে থাকতে হবে। তার সঙ্গে আটক করা হয়েছে মুনমুন, আরবাজসহ পাঁচজনকে। এদের সবাইকেও ৭ অক্টোবর পর্যন্ত বন্দী থাকতে হবে।
এনসিবির তদন্তে তার মাদক গ্রহণের প্রাথমিক সত্যতা পাওয়া গিয়েছে। চূড়ান্ত তদন্তে তা প্রমাণিত হলে এক বছরের কারাদণ্ড কিংবা ২০ হাজার রুপি পর্যন্ত জরিমানা দিতে হবে আরিয়ানকে।
সারাবাংলা/এজেডএস