Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাবনূরের সব আইডি হ্যাকারদের দখলে

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২১ ১৬:০১

খুব বেশি দিন হয়নি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়েছেন সুপারস্টার শাবনূর। প্রথমে ইনস্টাগ্রাম, পরে ইউটিউব ও ফেসবুকে নিয়মিত হন এ জনপ্রিয় নায়িকা। কিন্তু তার ফেসবুক আইডি ছাড়া সকল সোশ্যাল হ্যান্ডেল হারিয়েছেন হ্যাকারদের হাতে।

নিজের ফেসবুক আইডিতে শনিবার (২ অক্টোবর) এক স্ট্যাটাসের মাধ্যমে এ ঘটনার কথা জানান শাবনূর।

তিনি লিখেন, ‘কেউ একজন আমার ইউটিউব, ফেসবুক পেইজ ও ইনস্টাগ্রাম হ্যাক করে এর কন্ট্রোল হাতে নিয়েছে। তবে আমি এখন আমার ফেসবুক আইডি ও ইনস্টাগ্রামে ঢুকতে পারছি। যদিও আমি নিশ্চিত আমার ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি পুরোপুরি আমার নিয়ন্ত্রণে আছে কিনা। তবে এতটুকু বলতে চাই, পুরোপুরি নিয়ন্ত্রণের আগ পর্যন্ত আমার আইডিগুলো থেকে কোন কিছু পোস্ট হলে তা আমি করছি না। আমি আইডি ফেরত পেলে খুব দ্রুতই সবাইকে জানাবো।’

দীর্ঘদিন চলচ্চিত্রে অভিনয় না করলেও আগের মতই জনপ্রিয় শাবনূর। সে সুযোগ নিয়ে তার নামে বহু ভুয়া আইডি ও পেইজ খুলে ছিল অনেকে। এতে নানা ধরণের প্রতারণার শিকার হচ্ছিল মানুষজন। সে জায়গা থেকে এবং ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হন তিনি।

সারাবাংলা/এজেডএস

শাবনূর হ্যাকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর