Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই পরীকে দেখা যাবে ‘প্রীতিলতা’য়

আহমেদ জামান শিমুল
২৪ সেপ্টেম্বর ২০২১ ২০:২৪ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২১ ২০:৫৭

ব্রিটিশবিরোধী আন্দোলনের শহিদ প্রীতিলতাকে নিয়ে রাশিদ পলাশ নির্মাণ করছেন ‘প্রীতিলতা’। এ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন পরীমণি, যেখানে তাকে দেখা যাবে দু’টি চরিত্রে।

দুই পরীর একজন ব্রিটিশবিরোধী আন্দোলনের শহিদ ‘প্রীতিলতা’, আরেকজন এ যুগের চিত্রনায়িকা অলিভিয়া। এফডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন পরিচালক পলাশ।

তিনি সারাবাংলাকে বলেন, ‘আমাদের ছবির এখন পর্যন্ত ৩৫ শতাংশ শুটিং শেষ হয়েছে। তবে এখন পর্যন্ত মূল প্রীতিলতার লুকে কোনো শুটিং হয়নি। আগামী ২৮ অক্টোবর থেকে টানা ২০ দিন চট্টগ্রামে শুটিং হবে।’

নিজের ছবি নিয়ে আত্মবিশ্বাসী পলাশ বলেন, ‘আমরা যে প্রীতিলতাকে দেখাব, সেটি একটা আন্তর্জাতিক মানের ছবি হবে। প্রীতিলতাকে নিয়ে মুম্বাইয়ে দু’টি এবং কলকাতায় একটা ছবি হয়েছে। ছবিগুলো দেখে আমার মনে হয়েছে, আমি আমার চট্টগ্রামকে ঠিকঠাক দেখতে পাইনি বা আমরা যে বিপ্লবের গল্প দেখেছি তা এমন ছিল না।’

‘প্রীতিলতা’কে আন্তর্জাতিক মানের ছবি বলার কারণ হিসেবে পলাশ বলেন, ‘আমাদের পুরো প্রোডাকশন টিম আন্তর্জাতিক মানের একটি টিম।’

‘প্রীতিলতা নিয়ে আসলে খুব বেশি বলার কিছু নেই। তবে আমার ওপর অনেক বড় দায়িত্ব দেওয়া হয়েছে। আমি এত বড় দায়িত্ব পালন করতে পারব, এটুকু বিশ্বাস আমার ওপরে রাখার জন্য কৃতজ্ঞতা জানাই রাশিদ পলাশ, গোলাম রব্বানী ও টিম প্রীতিলতাকে। আমি এ বিশ্বাসের মর্যাদা রাখতে পারব,’— এভাবেই ছবিটি নিয়ে নিজের মনের ভাব প্রকাশ করেন পরীমনি।

ছবিটি নিয়ে তার প্রস্তুতি দুই বছরের— জানালেন পরী। আর ছবির টিমের প্রস্তুতি প্রায় পাঁচ বছরের।

গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে তৈরি হচ্ছে ‘প্রীতিলতা’। ইউফরসি’র ব্যানারে নির্মিত এ চলচ্চিত্রের কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করছেন বিবি রাসেল, চিত্রগ্রহণে আছেন সাহিল রনি, সেট ডিজাইনে মম, ক্রিয়েটিভ ডিরেক্টর রয় সন্দীপ । ছবির জন্য গান গেয়েছেন কবির সুমন।

বিজ্ঞাপন

ছবিতে পরীমনি ছাড়াও অভিনয় করছেন তানভীর, মামুন বিশ্বাস, মুকুল সিরাজ, রিপা, আর এ রাহুল।

১৯১১ সালে ৫ মে চট্টগ্রামের পটিয়ার ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন প্রীতিলতা। তিনি ১৯৩২ সালে ২৪ সেপ্টেম্বর পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণ শেষে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় ধরা পড়ার আগে সঙ্গে রাখা পটাশিয়াম সায়ানাইড খেয়ে মাত্র ২১ বছর বয়সে আত্মহুতি দেন।

সারাবাংলা/এজেডএস

পরীমণি প্রীতিলতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর