Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এখন থেকে তিনি ডা. মিষ্টি

আহমেদ জামান শিমুল
২৩ সেপ্টেম্বর ২০২১ ১৮:১৬

দেশীয় চলচ্চিত্রের পরিচিত মুখ— চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। ক্যারিয়ারের শুরু থেকে তিনি রাজধানীর সাফেনা মেডিকেল অ্যান্ড ডেন্টাল কলেজের ছাত্রী। সম্প্রতি তিনি তার ডাক্তারী পড়াশোনা শেষ করেছেন। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) তিনি বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল থেকে আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রেশন পেয়েছেন। যার ফলে এখন তিনি নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন।

ব্যবসা ও অভিনয় মিলিয়ে বেশ ব্যস্ততা থাকলেও এর মাঝেই শেষ করেছেন ডেন্টালের পড়াশোনা। করোনার অলস সময়কে কাজে লাগিয়ে পড়া যতটুকু বাকি ছিল তা শেষ করেছেন। একাডেমিক সার্টিফিকেট অর্জন করার পর আবেদন করেন বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রেশনের জন্য।

বিজ্ঞাপন

উচ্ছ্বসিত মিষ্টি সারাবাংলাকে বলেন, আমার খুব ভালো লাগছে রেজিস্ট্রেশন পেয়ে। যদিও বেশ আগে থেকে প্র্যাক্টিস শুরু করেছিলাম। নিকেতনে চেম্বার ছিল। এখন নতুন করে চেম্বার নিয়েছি গুলশান-২ এলাকায়। এখন থেকে ওখানেই বসবো।

তাহলে কি এখন থেকে অভিনয়ে আর দেখা যাবে না মিষ্টিকে? ‘না, না। তা হবে কেন। সবই চলবে একই সঙ্গে’— বলেন মিষ্টি।

রাজধানীর ধানমন্ডি এলাকায় রয়েছে তার রেস্টুরেন্ট ‘সিনে ক্যাফে’ এবং গুলশানের পুলিশ প্লাজায় রয়েছে ফ্যাশন হাউজ ‘জান্নাত এক্সপ্রেস’। দুটি প্রতিষ্ঠানই ডেন্টাল চেম্বারের পাশাপাশি চলবে বলে জানালেন মিষ্টি।

মিষ্টি জান্নাতের পুরো নাম জান্নাতুল ফেরদৌস মিষ্টি। মূলত এ নামেই মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রেশন পেয়েছেন।

২০১৬ সালে শাহাৎ হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’-এর মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে মিষ্টি জান্নাতের। বর্তমানে অভিনয় করছেন ‘কী করে বলবো তোমায়’।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

ডা. মিষ্টি মিষ্টি জান্নাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর