Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামিনে মুক্ত হলেন রাজ কুন্দ্রা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২১ ১৭:৪৭

দুই মাস কারাবাসের পর জামিনে মুক্ত হয়েছেন পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার হওয়া অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী এবং ব্যবসায়ী রাজ কুন্দ্রা। গত ১৯ জুলাই নীল ছবি তৈরির অভিযোগে মুম্বাই পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন রাজ কুন্দ্রা। তারপর থেকে বারবার জামিনের আবেদন করলেও তা না-মঞ্জুর হয়েছে। অবশেষে সোমবার জামিন পেলেন রাজ ও রাজের আইটি কর্মী রেয়ান থ্রোপ।

এদিকে স্বামী জামিন পাওয়ার পর অভিনেত্রী শিল্পা শেঠির ইনস্টাগ্রামে ভেসে উঠল ইঙ্গিতবাহী পোস্ট। রামধনুর এক অপূর্ব ছবির ওপর কোটে লেখা রয়েছে, ‘রামধনু এসে প্রমান করে, বড় কোনও ঝড়ের পর একটা সুন্দর সময় আসে’। রজার লি-এর লেখা এই উদ্ধৃতি।

বিজ্ঞাপন
জামিনে মুক্ত হয়েছেন রাজ কুন্দ্রা

জামিনে মুক্ত হয়েছেন রাজ কুন্দ্রা

শিল্পা শেঠির এই পোস্ট দেখে অনুরাগীদের বুঝতে অসুবিধে হয়নি তিনি কোন ঝড় আর কোন সুন্দর সময়ের কথা বলতে চেয়েছেন। এদিকে শিল্পা পুত্র ভিয়ান রাজ কুন্দ্রা পরিবারের সঙ্গে গণেশ চতুর্থী উদযাপনের একটি ছবি শেয়ার করেছেন। বাবার জামিনে মুক্তির পর ছেলে ভিয়ানের এটাই প্রথম পোস্ট।

মঙ্গলবার সকালে গণেশ চতুর্থী শেষ হওয়ার ছবি পোস্ট করে ভিয়ানের ছবি ক্যাপশন লেখা, ‘গণেশ দেবতার শুঁড়ের মতোই লম্বা জীবনের যাত্রা, কষ্টটা তার মাউসের মতো ছোট, মোদকের মতো মিষ্টি। গণপতি বাপ্পা মোরিয়া!’

পর্ন ছবি তৈরি ও তা প্রচারের অভিযোগে গত ১৯ জুলাই গ্রেফতার করা হয় রাজ কুন্দ্রাকে। গত সপ্তাহেই পুলিশের অপরাধ দমন শাখা একটি ১৫০০ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে। তারপরেই রাজের আইনজীবি তার মক্কেলের জামিনের আবেদন করেন। রাজের আইনজীবীর দাবি ছিল ফাঁসানো হয়েছে রাজকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএসজি

অভিনেত্রী শিল্পা শেঠি জামিনে মুক্ত হলেন শিল্পা পতি রাজ কুন্দ্রা রাজ কুন্দ্রা রাজ কুন্দ্রার পর্ন কাণ্ড শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর