Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুরাদ নূরের সুরে গাইলেন কিশোর

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২১ ১৮:৩৮

চিত্রপরিচালক বদিউল আলম খোকন ডিজিটাল প্লাটফর্মের জন্য তৈরি করছেন ‘তুমি কত আপন’ শিরোনামের ওয়েব ফিল্ম। সম্প্রতি রাজধানীর ফোকাস স্টুডিওতে ওয়েব ফিল্মটির ‘খেলা হবে’ শিরোনামের গান রেকর্ড হয়েছে।

গানে কণ্ঠ দিয়েছেন কিশোর। মুরাদ নূরের সুরে গানটি লিখেছেন লিমন আহমেদ। মুশফিক লিটুর সংগীতায়োজনে গানে কিশোরের সহশিল্পী নকশী তাবাসসুম।

কিশোর বলেন, খোকন ভাই বড় ক্যানভাসের সিনেমা বানান। তার ‘আগুন’ সিনেমায় একটি গান গেয়েছিলাম। কাছ থেকে দেখেছি ভীষণ ভালো মনের মানুষ। তার টিমের একজন হতে পেরে ভালো লাগছে। এই সেতু বন্ধনের জন্য বন্ধু মুরাদ নূরকে ধন্যবাদ। কথা, সুর ও সংগীতের বেশ সমন্বয় ছিলো। নাচের গানটি আমার মতো নিশ্চয়ই সবার ভালো লাগবে।

সুরকার মুরাদ নূর বলেন, ‘খোকন ভাই আমার পিতৃ সমতুল্য, একজন বন্ধুও। তার মতো সফল একজন নির্মাতা আমার উপর আস্থা রেখে আমাকে গর্বিত করেছেন। আইটেম ঘরনার গানটি লিমন ভালো লিখেছেন। শ্রুতিমধুর করে গেয়েছেন কিশোর ও নকশী। বিশ্বাস করছি অনেকের’ই ভালো লাগবে এ গান।’

লিমন আহমেদ বলেন, ‘সময় ও ট্রেন্ড ধরে একটা উপভোগ্য গান করার চেষ্টা৷ দর্শক উপভোগ করলেই খুশি হবো৷’

সারাবাংলা/এজেডএস

কিশোর খেলা হবে মুরাদ নূর

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর