Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিনেতা শিমুল খানের কবিতার বই

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২১ ১৬:৫৮

ঢালিউডের নিয়মিত মুখ শিমুল খান এবার কবি হিসেবে আবির্ভূত হচ্ছেন। সম্প্রতি ‘সভ্যতার ময়নাতদন্ত: অটোপসি অব সিভিলাইজেন’ নামের একটি কবিতার বই প্রকাশিত হয়েছে এ অভিনেতা। এটি প্রকাশ প্রকাশ করেছে কিংবদন্তি পাবলিকেশন।

বইটি গেল বইমেলায় প্রকাশ হওয়ার কথা ছিল। করোনাসহ নানাবিধ সমস্যার কারণে এটি প্রকাশনায় দেরি হয়েছে বলে জানিয়েছেন শিমুল।

বইটি প্রকাশ উপলক্ষে এর প্রকাশক অঞ্জন হাসান পবন বলেন, ‘বইটি প্রধানত বাংলা ভাষাভাষীদের জন্য প্রকাশিত হলেও সারাবিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা কবিতা পাগল সার্বজনীন পাঠকদের কথা মাথায় রেখে বাংলা এবং ইংরেজীতে এটি প্রকাশ করেছি। বর্তমানে বইটি রকমারি ডট কম থেকে অনলাইন অর্ডার করে পাঠক কিনতে পারছেন। ৩৫০ টাকা মূল্যের বইটি তারা ২৯% ছাড়ে ২৫০ টাকা মূল্যে কিনতে পারবেন।’

নিজের প্রথম কাব্যগ্রন্থ সম্পর্কে শিমুল খান বলেন, ‘আমার কবিতার বইটি হৈচৈ ফেলে দেয়ার মতো জনপ্রিয়তা পাবেনা এটা আমি জানি। তবে আমার এই বইটি কবিতার নিয়মিত পাঠকদের জন্য এক পশলা বৃষ্টির মতো। যা অনেকদিন পরিণত পাঠকের মগজের চন্দ্রিমায় স্থায়ীভাবে বসবাস করবে। এটুকু শক্ত আত্মবিশ্বাস নিজের লেখার প্রতি সবসময় আমার থাকবেই।

বইটির প্রচ্ছদ ও ইংরেজি অনুবাদের কাজটি করেছেন সঞ্চিতা সৃ‌ষ্টি।

কবিতার বইয়ের পর আগামী বইমেলাকে লক্ষে রেখে শিমুল খান একটি উপন্যাস লিখছেন। যেটি প্রকাশিত হবে সপ্তর্ষি প্রকাশন থেকে।

সারাবাংলা/এজেডএস

শিমুল খান সভ্যতার ময়নাতদন্ত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর