Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনু সুদের বিরুদ্ধে ২৩ কোটি টাকার কর ফাঁকির অভিযোগ

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২১ ১৬:২৩

করোনা কালে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে অকাতরে সাহায্য করে যাওয়া মানুষটির নাম- সোনু সুদ। কেউ বলেন তিনি ‘মসিহা’, আবার কারো কাছে তিনি ‘রবিনহুড’। এহেন সোনু সুদের বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর অভিযোগ। তার বিরুদ্ধে ভারতীয় মুদ্রায় ২০ কোটি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ কোটি ১৫ লক্ষ টাকার কর ফাঁকির অভিযোগ এনেছে দেশটির আয়কর বিভাগ।

ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা গেছে, গত তিনদিন ধরে সোনু সুদের অফিস এবং বাড়িতে তল্লাশি চালিয়েছে আয়কর বিভাগের কর্মকর্তারা। তাদের দাবি, সোনু সুদের এনজিও-র পক্ষে বিদেশ থেকে প্রায় ভারতীয় মুদ্রায় ২.১ কোটি টাকা অনুদান হিসাবে তোলা হয়েছে বিভিন্ন ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মের মাধ্যমে, যা ভারতীয় ফরেন কন্ট্রিবিউশন অ্যাক্টের সরাসরি লঙ্ঘন।

বিজ্ঞাপন

বুধবার মুম্বাইয়ে সোনু সুদের কার্যালয়ে অভিযান চালায় আয়কর বিভাগ। পরদিনই তার বাড়িতে তল্লাশি চালানো হয়। গত কয়েকদিনে অভিনেতার সঙ্গে যুক্ত মুম্বাই, লখনউ, কানপুর, জয়পুর, দিল্লি এবং গুরুগ্রামের মোট ২৮টি জায়গায় একযোগে কয়েক ঘণ্টা ধরে অনুসন্ধান চালিয়েছেন ইনকাম ট্যাক্স কর্মকর্তারা। এই তল্লাশি চলাকালীনই অভিনেতার বিরুদ্ধে কর ফাঁকি তথ্য-প্রমাণ হাতে এসেছে আয়কর বিভাগের।

এদিকে, আয়কর বিভাগ জানিয়েছে, যেই রোজগারের হিসেব সোনু সুদ লুকাতে চাইতেন, সেটা বেনামী সংস্থাদের থেকে মিথ্যা ঋণ নেওয়ার খাতে দেখানো হতো। তদন্তকারীরা ইতিমধ্যেই এই ধরণের ২০টি বেনামী লেনদেনের হদিশ পেয়েছেন, যারা সেই ভুয়ো ঋণ দিয়েছেন, তারা জেরায় স্বীকার করে নিয়েছেন এই জালিয়াতির কথা। আরও জানিয়েছেন, তারা নগদ টাকার বিনিময়ে চেক ইস্যু করেছেন। এমন ঘটনাও ঘটেছে যেখানে কর ফাঁকির উদ্দেশ্যে অর্জিত টাকা হিসাবের খাতায় ঋণ হিসাবে দেখানো হয়েছে। এইসব ভুয়ো ঋণ ব্যবহার করে সম্পত্তি কিনতে বিনিয়োগ পর্যন্ত করা হয়েছে, সেই প্রমাণও মিলেছে।

বিজ্ঞাপন

আয়কর বিভাগের পক্ষ জানানো হয়েছে, কেবলমাত্র এই বছরের ১ এপ্রিল থেকে এখনও পর্যন্ত, মোট ২২ কোটি টাকা অনুদান হিসাবে সংগ্রহ করেছে সোনু সুদের সংস্থা, যার মধ্যে কেবলমাত্র ২ কোটি ২২ লক্ষ টাকা সমাজসেবার কাজে ব্যায় হয়েছে, ফাউন্ডেশনের ব্যাঙ্ক খাতায় ১৯ কোটি ৬৮ লক্ষ টাকা পড়ে রয়েছে। তল্লাশির পর সোনুর অফিস থেকে নগদ ২ কোটি ৮ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে, পাশাপাশি সোনুর সংস্থার ১১টি লকার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সিজ করা হয়েছে।

সারাবাংলা/এএসজি

সোনু সুদ সোনু সুদের বিরুদ্ধে ২৩ কোটি টাকার কর ফাঁকির অভিযোগ