‘মুক্তি’ ছবিতে ব্যবহৃত হচ্ছে ১১ দশমিক ১ সাউন্ড সিস্টেম
১৬ সেপ্টেম্বর ২০২১ ১৮:৪৩ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২১ ১৮:৪৬
ঢাকা: জনপ্রিয় পরিচালক ইফতেখার চৌধুরীর প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘মুক্তি’। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাজ রিপা। তার বিপরীতে অভিনয় করছেন সাত জন নায়ক। ছবিটিতে ব্যবহৃত হচ্ছে ১১ দশমিক ১ সাউন্ড সিস্টেম।
ইফতেখার চৌধুরী জানিয়েছেন, ৭ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী ইমন সাহা ‘মুক্তি’র আবহ সঙ্গীত করছেন। হলিউডের বিখ্যাত সংগীত পরিচালক কিথ লে কন্ডাক্টর ১১ দশমিক ১ সাউন্ড সিস্টেমে সহায়তা করবেন। এছাড়া সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে থাকবেন জেরেমি হাওয়ার্ড।
ইমন সাহা বর্তমানে সঙ্গীতের উপর উচ্চতর ডিগ্রির জন্য আমেরিকায় অবস্থান করছেন। সেখানে বসেই তিনি পুরো বিষয়টি তদারকি করবেন বলে জানিয়েছেন।
তবে ইমন জানিয়েছেন, ১১ দশমিক ১ সাউন্ড সিস্টেমটি শুধু আন্তর্জাতিকভাবে ছবিটি মুক্তির ক্ষেত্রে ব্যবহৃত হবে। দেশীয় সিনেমা হলে মুক্তির সময় ৫ দশমিক ১ সাউন্ড সিস্টেম ব্যবহৃত হবে।
তিনি বলেন, এ ধরনের সাউন্ড সিস্টেম সবশেষ ‘অ্যাভেঞ্জারস: অ্যান্ড গেইম’-এ ব্যবহৃত হয়েছিল। এখন ‘মুক্তি’তে আমরা যদি সফলভাবে করতে পারি তাহলে তা হবে বাংলা ছবির জন্য ‘চেঞ্জ মেকার’।
আরও পড়ুন:
দশ বছরের বরফ গললো, ইফতেখারের পরিচালনায় অনন্ত-বর্ষা
সারাবাংলা/এজেডএস