Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়েব সিরিজে নৃত্যশিল্পী সিনথিয়া

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২১ ১২:৫০

২০১৬ সালে রিয়েলিট শো ‘সেরা নাচিয়ে’-তে প্রথম রানার্স আপ হয়ে পেশাগতভাবে মিডিয়াতে কাজ শুরু করেন সিনথিয়া ইয়াসমিন নূপুর। এর আগে বেশ কিছু নাটকে অভিনয় করলেও এবারই প্রথম একসঙ্গে দু’টি ওয়েব সিরিজের কাজ করেছেন তিনি। প্রথম ওয়েব সিরিজটি হলো শাহীন সুমনের ‘মাফিয়া’ এবং দ্বিতীয়টি হলো তানিম পারভেজ’র ‘অরা’। ‘মাফিয়া’তে সিনথিয়া অভিনয় করেছেন শ্যামল মাওলার বিপরীতে এবং ‘অরা’তে তিনি অভিনয় করেছেন জ্যোৎস্না চরিত্রে- যেটি মুলত একটি ভৌতিক গল্পের ওয়েব সিরিজ। মূলত তাকে ঘিরেই এই ওয়েব সিরিজের গল্প এগিয়ে যায়।

বিজ্ঞাপন

সিনথিয়া মূলত একজন নাচের শিল্পী। তাই নাচকে ঘিরেই তার স্বপ্ন বেশি। সিনথিয়া বলেন, ‘নাচে আমার আদর্শ আমাদের দেশে মডেলিং জগতের শ্রদ্ধেয় সাদিয়া ইসলাম মৌ আপা। তিনিই আমার সকল কাজের অনুপ্রেরণা। আমি তার মতোই আমার জীবনটা গড়ে তুলতে চাই। তবে আমি ড্যান্স কোরিওগ্রাফিতে বিশেষভাবে মনোযোগ দিতে চাই। একজন শিল্পী হিসেবেই নিজেকে আজীবন নিবেদিত রাখতে চাই। এরইমধ্যে দু’টি ওয়েব সিরিজে কাজ করেছি আমি। দু’টিতেই আমি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। ওয়েব সিরিজগুলো নিয়ে ভীষণরকম আশাবাদী আমি।’

বিজ্ঞাপন

সিনথিয়া অভিনীত প্রথম নাটক ছিলো সালাহ উদ্দিন লাভলু পরিচালিত ‘সোনার পাখি রূপার পাখি’। এছাড়াও মান্নান হীরা, নাজনীন চুমকি, গোলাম সোহরাব দোদুল, আরিফ রহমানসহ আরো বেশ ক’জন পরিচালকের নির্দেশনায় নাটকে অভিনয় করেছেন সিনথিয়া।

সারাবাংলা/এএসজি

ওয়েব সিরিজ ওয়েব সিরিজে নৃত্যশিল্পী সিনথিয়া নৃত্যশিল্পী সিনথিয়া সিনথিয়া ইয়াসমিন নূপুর

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর